
দ্য ওয়াল ব্যুরো: এই নিয়ে পাঁচবার এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা নিষিদ্ধ করল হংকং প্রশাসন। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার কোনও বিমান হংকং যেতে পারবে না। এই সপ্তাহে এয়ার ইন্ডিয়ার বিমানে করে হংকং যাওয়া কিছু যাত্রীর মধ্যে সংক্রমণ ধরা পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
জুলাই মাসে হংকং প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, ভারত থেকে কোনও যাত্রী সেখানে তখনই ঢুকতে পারবেন যখন যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা পরীক্ষা করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট তাঁরা জমা দেবেন। তারপরে হংকং পৌঁছনোর পরেও তাঁদের একবার করে কোভিড পরীক্ষা করা হবে। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানে করে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসা যাত্রীদের মধ্যেও সংক্রমণ ধরা পড়ছে। তাই ফের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে যে চারবার এয়ার ইন্ডিয়ার বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল হংকং সেগুলি হল ১৮ থেকে ৩১ অগস্ট, ২০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর, ১৭ থেকে ৩০ অক্টোবর ও ২৮ থেকে ১০ নভেম্বর। তার মধ্যে খালি শেষবার মুম্বই থেকে হংকংগামী বিমান পরিষেবা নিষিদ্ধ করেছিল তারা।
হংকংয়ের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, “এই সপ্তাহে এয়ার ইন্ডিয়ার বিমানে করে দিল্লি থেকে হংকং আসা কিছু যাত্রীর মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তার ফলেই ৩ ডিসেম্বর পর্যন্ত দিল্লি থেকে হংকং আসা এয়ার ইন্ডিয়ার বিমান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।”
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক বলেছেন, ২০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দিল্লি থেকে বিমানগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও এই সময়ের মধ্যে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার কোনও বিমানের হংকং যাওয়ার কথা ছিল না বলেও জানিয়েছেন তিনি।
শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশ, ইথিওপিয়া, ফ্রান্স, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন ও আমেরিকা থেকে কোনও যাত্রীর আসতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে বলেই নির্দেশিকা জারি করেছে হংকং প্রশাসন। বিমানে ওঠার আগেই সেই রিপোর্ট যাত্রীদের জমা দিতে হবে। একমাত্র কোভিড নেগেটিভ যাত্রীদেরই বিমানে ওঠার অনুমতি দেওয়া যাবে। তারপরে হংকংয়ে নামার পরে ফের একবার কোভিড টেস্ট করা হচ্ছে যাত্রীদের। রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাঁদের বিমানবন্দরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।