
দ্য ওয়াল ব্যুরো: কালো রংয়ের একটা বিএমডাবলু এগোচ্ছিল লেবেল ক্রসিংয়ের দিকে। ততক্ষণে নেমে গিয়েছিল লেবেল ক্রসিংয়ের গেট। কিন্তু তারপরেও গাড়িটি রেললাইন পার হতে যায়। আর তখনই ঝড়ের গতিতে এগিয়ে আসা একটা ট্রেন ধাক্কা মারে বিএমডাবলু গাড়িটিতে। ছিটকে যায় গাড়িটি। সামনের দিকটা দুমড়ে মুচড়ে যায়। কিন্তু কী আশ্চর্য, এত জোড়ে ধাক্কার পরেও সামান্য আঘাত নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসেন চালক।
সম্প্রতি এই ঘটনা ঘটেছে আমেরিকার লস এঞ্জেলসে। জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ দক্ষিণ লস এঞ্জলসের একটি লেবেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। সেই ভিডিও প্রকাশ করে লস এঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট। ভিডিওতে দেখা যাচ্ছে কী ভাবে ট্রেনের ধাক্কায় দুমড়ে যাচ্ছে গাড়িটি। এই দুর্ঘটনার পরেও যে কেউ বেঁচে থাকতে পারে সেটা ভেবেই অবাক হচ্ছেন সবাই।
এই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, “খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটতে পারত। কিন্তু অদ্ভুতভাবে চালকের সামান্যই আঘাত লেগেছে। কিন্তু এটা সবার জন্য একটা শিক্ষা হয়ে দাঁড়াল। রেললাইনের কাছে সাবধানে গাড়ি চালান ও ট্রাফিক আইন মেনে চলুন।”
This could’ve had a tragic outcome. Fortunately the driver survived with minor injuries, but this should serve as a good reminder to all of us — pay attention near train tracks, and always obey all traffic signals and devices. pic.twitter.com/udDSkeDTPn
— LAPD HQ (@LAPDHQ) March 5, 2020
মুহূর্তের মধ্যে এই ভিডিও চাইরাল হয়ে যায়। সবাই বলতে থাকেন, সত্যিই কী ভাবে ওই চালক প্রাণে বাঁচলেন সেটাই খুব আশ্চর্যের। অনেকে আবার ট্রেন আসতে দেখেও চালকের লেবেল ক্রসিং পার হতে যাওয়াকে নির্বুদ্ধিতা বলেছেন। তাঁদের দাবি, এর জন্য ওই চালকের শাস্তি হওয়া উচিত।
এই ঘটনার পরে ওই চালককে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বলে খবর। সামান্য চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা দেখিয়ে সবাইকে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছে লস এঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট।