
দ্য ওয়াল ব্যুরো: দলবল নিয়ে সফরে বেরিয়েছে পশুরাজ। সেই সময়েই সাফারি দেখতে হাজির হয়েছিল বেশ কয়েকটি পর্যটক ভর্তি জিপ। তার মধ্যেই একটি সাদা জিপ বেজায় পছন্দ হয় সিংহদের দলের পাণ্ডার। সটান গাড়ির উপর চড়ে বসে একটি তাগড়াই সিংহ। বেশ খানিকক্ষণ এদিক-ওদিক পাক খেয়ে কামড়ে ধরতে যায় জিপের লুকিং গ্লাস। বনেটের উপর লাফালাফিও চলছিল তখন।
পশুরাজের তাণ্ডব দেখে তখন ভয়ে সিঁটিয়ে গিয়েছে জিপের ভিতরে থাকা পর্যটকরা। এদিকে গাড়ির তিনদিক থেকে তখন গুটিগুটি পায়ে হাজির হয়েছে আরও তিনজন। দু’পাশ থেকে দুই সিংহ আর একপাশে এক সিংহী ঘিরে ধরেছে গাড়িটিকে। গাড়ির ভিতরে আটকে পড়া পর্যটকরা তখন ধরেই নিয়েছেন এ যাত্রায় পরিত্রাণ নেই। বাঁচার শেষ চেষ্টা চালক চালু করেন গাড়ির ইঞ্জিন। জিপের ইঞ্জিন চালু হতেই বিকট শব্দে প্রথমে খানিকটা চমকে যায় গাড়ির উপর চড়ে থাকা সিংহটি।
আওয়াজ ক্রমশ বাড়তে থাকায় ল্যাজ গুটিয়ে রীতিমতো পালাতে দেখা গিয়েছে পালের গোদা ওই সিংহটিকে। বনেটের উপর থেকে নেমে সটান দৌড় দিয়েছে সে। দলপতির এমন মেজাজ দেখে ততক্ষণে রণে ভঙ্গ দিয়েছে বাকিরাও। সম্প্রতি এমনই ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, গত বছর জুলাই মাসে শ্যুট করা হয়েছিল এই ভিডিও। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের হার্টবিস্প্রুট সাফারি পার্কে একটি সাদা জিপকে এ ভাবে ঘিরে ধরেছিল তিনখানা সিংহ এবং একটি সিংহী।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই আঁতকে উঠেছেন নেটিজেনরা। প্রায় সকলেই বলেছেন, ভাগ্য ভাল এ যাত্রায় বেঁচে গিয়েছেন ওই পর্যটকরা। নয়তো পশুরাজের হাত থেকে নিস্তার ছিল না জিপের যাত্রীদের।