
দ্য ওয়াল ব্যুরো: বিহার নির্বাচন দেখেই বোঝা গিয়েছিল যে বাংলায় এ বারের নির্বাচনে বুথের সংখ্যা বাড়বে। কারণ, করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই ভিড় ঠেকাতে গেলে বুথ পিছু ভোটার কমাতে হবে।
শেষমেশ হলও তাই। বাংলায় আসন্ন বিধানসভা ভোটে বুথের সংখ্যা এক লাফে ২২ হাজার বেড়ে গেল। বুথের মোট সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ১ হাজার।
বুধবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছে বাংলায়। গত দুদিন ধরে তাঁরা রাজ্যের পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তার পর আজ সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি বলেন, প্রত্যেকটা বুথই থাকবে গ্রাউন্ড ফ্লোরে। যাতে প্রবীণ নাগরিকদের কোনও অসুবিধা নেওয়া হয়।
তাৎপর্যপূর্ণ হল, ৮০ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, বিহার ভোটে তাঁদের পোস্টাল ব্যালটের সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু বাংলার ব্যাপারে তা নিয়ে নিরব কমিশন। কারণ, বিরোধীরা অভিযোগ করেছেন, বাংলায় সে রকম করলে শাসক দল ভোটে কারচুপির সুযোগ পেয়ে যাবে।
বাংলায় নির্বাচনী সন্ত্রাসের ইতিহাস সুদীর্ঘ। সেই ট্রাডিশন সমানে চলছে। এ বার ভোটে তা দমন করাই কমিশনের কাছে চ্যালেঞ্জ। মুখ্য নির্বাচন কমিশনার এদিন পরিষ্কার জানিয়েছেন, ভোটের দিন ঘোষণার পর আর কোনও বাইক মিছিল করা যাবে না।
কমিশন সূত্রে বলা হচ্ছে, ভোটের সময়ে বাইক মিছিল করতে দেখা গেলে, সেই বাইক পুলিশ আটক করতে পারে। ভোট শেষ হওয়ার আগে তা ফেরত পাওয়া যাবে না।