
দ্য ওয়াল ব্যুরো : রাজস্থানের কংগ্রেস বিধায়ক গিরিরাজ সিং মালিঙ্গা সোমবার অভিযোগ করেন, বিদ্রোহী নেতা শচীন পাইলট তাঁকে বলেছিলেন, বিজেপিতে যোগ দিলে ৩৫ কোটি টাকা দেওয়া হবে। তিনি ওই অফার পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী অশোক গেহলোটকে জানিয়েছিলেন। এই অভিযোগের জবাবে এদিন শচীন পাইলট বলেন, “এই অভিযোগ শুনে দুঃখ পেয়েছি, কিন্তু অবাক হয়নি।” তিনি ওই বিধায়কের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
তাঁর কথায়, “আমার বিরুদ্ধে এমন অনেক ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আমার মুখ বন্ধ করার জন্যই এই অভিযোগ করা হচ্ছে। আমি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে কয়েকটি ন্যায়সঙ্গত প্রশ্ন তুলেছিলাম।” পরে তিনি বলেন, “আমি নিশ্চিত, আগামী দিনেও আমার ভাবমূর্তির ক্ষতি করার চেষ্টা হবে। কিন্তু আমি আমার বিশ্বাসে দৃঢ় থাকব।”
অভিযোগকারী বিধায়ক গিরিরাজ সিং মালিঙ্গা আগে বহুজন সমাজ পার্টিতে ছিলেন। পরে তিনি কংগ্রেসে যোগ দেন। তাঁর কথায়, “ডিসেম্বর মাস থেকে আমাকে অফার দেওয়া হচ্ছে। আমি তাদের বারবার বলেছি, এই প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব নয়। শচীন পাইলট আমার সঙ্গে কথা বলেছেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, আপনার কত টাকা চাই? তিনি ৩৫ কোটি টাকা অবধি দিতে রাজি ছিলেন।” মালিঙ্গার দাবি, দুর্নীতির জন্যই তিনি বিএসপি ছেড়েছিলেন। এখন যদি তিনি কংগ্রেস ছাড়েন, তাহলে প্রকাশ্যে মুখ দেখাতে পারবেন না।
মালিঙ্গা বলেন, তিনি অশোক গেহলোটকে সাবধান করে বলেন, দল ভাঙার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, চিন্তা করবেন না। আমরা সব সমস্যারই সমাধান করব। গত কয়েকদিন জয়পুরে এক রিসর্টে রয়েছেন কংগ্রেস বিধায়করা। সেখানে এদিন মালিঙ্গা এই অভিযোগ করেন।
অশোক গেহলোট বলেন, “শচীন পাইলট ছ’মাস ধরে সরকার ফেলার ষড়যন্ত্র করছেন। তাঁকে সাহায্য করছে বিজেপি। আমি আগেই এ ব্যাপারে সকলকে সাবধান করেছিলাম। কিন্তু শচীনের সরল মুখ দেখে কেউ সেকথা বিশ্বাস করেনি।” গেহলোট মন্তব্য করেন, “আমি ভেজিটেবিল বেচতে আসিনি। আমি মুখ্যমন্ত্রী।”
২০০ সদস্যবিশিষ্ট রাজস্থান বিধানসভায় মুখ্যমন্ত্রীর পক্ষে আছেন ১০২ জন বিধায়ক। গরিষ্ঠতা পেতে যতজনের সমর্থন প্রয়োজন, তার চেয়ে মাত্র একজন বেশি বিধায়ক আছেন অশোক গেহলোটের পক্ষে। বিজেপির পক্ষে আছেন ৭২ জন বিধায়ক। শচীন পাইলটদের শিবিরে আছেন ১৯ জন বিধায়ক।