
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটিশ টেলিভিশন অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলস ২০১২ সাল থেকে ডিসকভারি চ্যানেলে একটি অনুষ্ঠান করতে শুরু করেন যা সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়। জঙ্গলের মধ্যে বেঁচে থাকার লড়াই হল এই অনুষ্ঠানের মূল বিষয়, ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ নাম দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগদান করেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীও। জঙ্গলের কঠিন জীবনে কীভাবে বেঁচে থাকা যায় তা দেখতে তিনিও সফরসঙ্গী হন বিয়ারের। উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানে তাঁরা একসঙ্গে সময় কাটান, ভাগ করেন চায়ের কাপও।
One of my favourite photos: soaking wet and sharing a cup of tea with Prime Minister Modi after our @Discovery jungle adventure together. This moment reminds me of how the wild is the ultimate leveller. We are all the same behind the titles and masks. #adventureunitesus pic.twitter.com/9EQPAeUOLO
— Bear Grylls (@BearGrylls) February 5, 2021
সম্প্রতি সেই সময়কারই একটি ছবি পোস্ট করেন বিয়ার গ্রিলস তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে। সেই সঙ্গে লেখেনও ,”এটা আমার কাছে সবথেকে প্রিয় ছবি।” জঙ্গলের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে চা খাওয়ার মুহূর্তটি শেয়ার করেন বিয়ার গ্রিলস। তাঁর টুইট করার পরেই ঝড়ের বেগে নেটদুনিয়াতে ভাইরাল হয় এই ছবি। ১২ ঘণ্টার মধ্যে ১২ হাজারেরও বেশি বার শেয়ার হয়েছে তাঁদের ছবি। তা থেকে বোঝায় যায় যে নেটাগরিকরা এই ছবি দেখে ভীষণই উচ্ছ্বসিত।
এই অনুষ্ঠানের মধ্যেই প্রধানমন্ত্রীকে তাঁর জীবন নিয়ে স্মৃতিচারণ করতে দেখা গেছে। একজন সাধারণ চা বিক্রেতার পুত্র থেকে প্রধানমন্ত্রী হওয়ার পেছনের গল্প ও লড়াইয়ের কথা তিনি জানান। সেই সঙ্গে এও বলেন যে তাঁর যৌবনের বেশ কিছু দিন কেটেছে হিমালয় অধ্যুষিত অঞ্চলে, যেখানে তিনি আধ্যাত্মিক সাধনা করতেন।
বিয়ার গ্রিলস শুধু মোদীজির সঙ্গে নয়, তার আগেও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও এই অনুষ্ঠান করেছেন। ওবামাকেও সামিল করেছিলেন ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ, আলাস্কার প্রান্তরে শ্যুটিং হয়েছিল সেই এপিসোডের।