
দ্য ওয়াল ব্যুরো: সাদা-কালো একটি ছবি। ঝাপসা নয় একেবারেই। চোখের সামনে ভাসছে যেন সেইসব দিন। গতকাল পুরনো স্মৃতি ভাগ করলেন মেগাস্টার অমিতাভ বচ্চন।

সময়টা ১৯৭৯ সাল। পরিচালক রাকেশ কুমারের ‘মিঃ নটওয়ারলাল’ সিনেমায় প্রথমবার নিজের কণ্ঠে গান গেয়েছিলেন অমিতাভ বচ্চন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এবং রেখা। গানের রিহার্সালের একটি ছবিই গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিগ বি।

কালো-সাদা স্ট্রাইপ টি-শার্ট। সঙ্গে বেল-বটম। বিগ বি-র সামনেই বসে আছেন মিউজিক ডিরেক্টর রাজেশ রোশন। মন দিয়ে প্র্যাক্টিস করছেন তিনি। স্টুডিওর ঘরে তাঁরা ছাড়াও রয়েছেন বেশকিছু মানুষ, আর দু’জন বাচ্চা। তার মধ্যেই একটি বাচ্চা মুখ হাঁ করে তাকিয়ে আছে বিগ বি-র দিকে। দেখে বোঝাই যাচ্ছে, চোখের সামনে অমিতাভ বচ্চনকে দেখে সে একেবারেই থ হয়ে গেছে।
আপাতদৃষ্টিতে দেখলে বাচ্চাটিকে না চেনারই কথা। কিন্তু পরিচয় করিয়ে দিলেন স্বয়ং বিগ বি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “মেরে পাস আও… মিঃ নটওয়ারলাল সিনেমার জন্য আমার প্রথম গাওয়া গান। রিহার্সালের মাঝে আমার সামনে বসে মিউজিক ডিরেক্টর রাজেশ রোশন। আর ঠিক আমার পিছনে মুখ হাঁ করে বসে আছেন হৃতিক রোশন!”
হৃতিকের ছোটবেলার ছবি এর আগেও সকলের সামনে এসেছে। কিন্তু বিগ বি-র পোস্ট করা ছোটবেলার হৃতিকের মিষ্টি ছবি দেখে হার্ট ইমোজিতে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, “অভিনয়ের বীজ যেন তখন থেকেই তাঁর মনের মধ্যে ঢুকে গেছে। চোখ ফেরানো যাচ্ছে না তাঁর দিক থেকে।” আরও একজন লিখেছেন, “মুখ হাঁ করা হৃতিকের এক্সপ্রেশন একেবারে অমূল্য। ছবিটা বহুদিন মনে থাকবে।”
হৃতিক রোশন, অমিতাভ বচ্চন এর আগে দু’টো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। ‘কাভি খুশি কাভি গাম’ এবং ‘লক্ষ্য’-তে তাঁদের দু’জনের অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এরপর তাঁদের ফের একসঙ্গে দেখা যাবে কিনা সেই নিয়েও কেউ কেউ ছবির নীচে মন্তব্য করে জানতে চেয়েছেন।