
দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে পাকিস্তানের দূত মুনির আক্রম রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুয়াত্রেসের কাছে ভারতের বিরুদ্ধে বেশ কিছু নথিপত্র জমা দেন। তাতে অভিযোগ করা হয়েছে, সন্ত্রাসবাদে মদত দিচ্ছে ভারত। তার পাল্টা হিসাবে বুধবার পাকিস্তানকে অ্যাবোটাবাদের কথা মনে করিয়ে দিল ভারত। পাকিস্তানের ওই শহরেই লুকিয়ে ছিলেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। এর পাশাপাশি রাষ্ট্রপুঞ্জে ভারতের দূত টি এস তিরুমতি মঙ্গলবার টুইট করে বলেন, পাকিস্তান যে নথিপত্র জমা দিয়েছে, তা পুরোপুরি মিথ্যা। তার কোনও বিশ্বাসযোগ্যতা নেই।
তিরুমতি বলেন, পাকিস্তান আগেও ভারতের বিরুদ্ধে নানা ভুয়ো নথিপত্র জমা দিয়েছে। সেই দেশেই বড় সংখ্যক নিষিদ্ধ সংগঠন ঘাঁটি বানিয়েছে। পাকিস্তানকে আমরা বলতে চাই, তোমাদের কি অ্যাবোটাবাদের কথা মনে আছে? ২০১১ সালের মে মাসে আমেরিকার নেভি সিল অভিযান চালায় অ্যাবোটাবাদে। লাদেন নিহত হন।
গত সোমবার বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা আমেরিকা, রাশিয়া, ফ্রান্স ও জাপানের দূতকে বিস্তারিত জানান, জম্মুর নাগরোটায় কীভাবে জৈশ ই মহম্মদের জঙ্গিরা হামলা চালানোর ছক কষেছিল। গত ১৯ নভেম্বর নিরাপত্তারক্ষীরা জঙ্গিদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন।
ভারতের তরফে বিদেশি দূতদের কিছু নথিপত্র দেওয়া হয়। তাতে নাগরোটার ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। জঙ্গিদের থেকে কী পরিমাণে গুলিবারুদ ও অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছিল, তারও হিসাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, পাকিস্তানের উদ্দেশ্য, জম্মু-কাশ্মীরে স্থিতিশীলতা নষ্ট করা। আর কিছুদিনের মধ্যে কাশ্মীরে আঞ্চলিক স্তরে নির্বাচন হবে। পাকিস্তান চায়, সেই নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে।
১৯ নভেম্বর ভোর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের কাছে নাগরোটার টোল প্লাজা এলাকা। পুলিশ ভ্যান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল জঙ্গিরা। পাল্টা জবাব দিতে আসরে নামে সেনাবাহিনী। শুরু হয়ে যায় তুমুল গুলির লড়াই। দুপুর পর্যন্ত সেনা সূত্রে খবর মিলেছে, চার জঙ্গি নিকেশ হয়েছে সেনার গুলিতে।
আইজিপি (জম্মু) মুকেশ সিং বলেছেন, নাগরোটার বান টোল প্লাজার কাছে একটি ট্রাকে গা ঢাকা দিয়ে পালাবার চেষ্টায় ছিল জঙ্গিরা। মনে করা হচ্ছে উপত্যকায় বড়সড় নাশকতা বাঁধানোর লক্ষ্য ছিল তাদের। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ছিল তাদের কাছে। টোল প্লাজায় চেকিং শুরু হলেই পুলিশ ভ্যান লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় পুলিশবাহিনীও। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় সিআরপিএফ।