
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির তাণ্ডব নিয়ে এবার রাজনীতির আসরে ইমরান খান। পাকিস্তানে প্রধানমন্ত্রীর দাবি, ভারতে বাস করা ২০ কোটি মুসলমানই টার্গেটে।
এদিন দিল্লিতে শান্তি ও সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার পরে পরেই টুইট করে পরোক্ষে ওই ঘটনা নিয়ে ভারতকে খোঁচা দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমন যে হতে পারে সেটা তিনি আঁচ করেছিলেন বলেও দাবি করেছেন ইমরান। পাক প্রধানমন্ত্রী লিখেছেনন, গত বছর রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনেই এমন পূর্বাভাস দিয়েছিলেন তিনি। তাঁর আরও অভিযোগ, হিংসার ঘটনার সূত্রপাত হয়েছিল গত বছর জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়া দিয়ে।
দিল্লির ঘটনা নিয়েই ইমরান টুইট করলেও সেখানে দিল্লির নামোল্লেখ করেননি। তিনি লিখেছেন, ‘‘ভারত-অধিকৃত কাশ্মীরের ঘটনার পরে পরেই আমি রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে বলেছিলাম, বোতল থেকে দৈত্যটা বেরিয়ে পড়ল। এ বার রক্তপাত আরও বাড়বে। যার সূত্রপাত হয়েছিল কাশ্মীরে। ভারতে থাকা ২০ কোটি মুসলমান এখন টার্গেটে পরিণত হয়েছে। এটা রুখতে গোটা বিশ্বকে এগিয়ে আসতে হবে।’’
আরও একটি টুইতে ইমরান এই ঘটনার জন্য আরএসএস ও বিজেপিকে দায়ী করেছেন। পাকিস্তানে যাতে এমন কিছু না ঘটে, টুইটে সেই আহ্বানও জানিয়েছেন ইমরান। তিনি লিখেছেন, ‘‘আমি সকলকে সতর্ক করে দিতে চাই, পাকিস্তানে যাঁরা অ-মুসলিম ও তাঁদের ধর্মস্থানের উপরে হামলা করতে উদ্যত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখতে হবে, আমাদের দেশে সংখ্যালঘুরা সমান নাগরিকত্বের অধিকার পান।’’