
দ্য ওয়াল ব্যুরো : নিউ ইয়র্কে রুজভেল্ট হোটেলের মালিক পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। হোটেলটি চালু রাখার জন্য দ্বিতীয়বার বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারে পাকিস্তান সরকার। সেদেশের ইকনমিক কো-অর্ডিনেশন কমিটি বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে। ওই হোটেলের জন্য ৩ কোটি ৬০ লক্ষ ডলার বা ভারতীয় মুদ্রায় ২৬২ কোটি ৮৫ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা খরচ করার কথা ভাবা হচ্ছে।
চার মাস আগে ওই কমিটি হোটেলের খরচ বাবদ ১ কোটি ৪২ লক্ষ ডলার দেয়। ২০১৯ সালে নিউ ইয়র্কের রুজভেল্ট হোটেল ও প্যারিসের স্ক্রাইব হোটেল পাকিস্তান সরকারের হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। দু’টি হোটেলেরই মালিক পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস। কিছুদিন আগে দু’টি মাইনিং কোম্পানির সঙ্গে লাইসেন্স নিয়ে মামলায় হেরে গিয়েছে পাকিস্তান। সংস্থা দু’টির নাম ব্যারিক গোল্ড ও আন্তোফাগাস্তা। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক আদালত ওই দুই সংস্থার পক্ষে রায় দেয়। এর পরেই দু’টি হোটেল পাকিস্তানের হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল।
জানুয়ারির শুরুতে জানা যায়, পাকিস্তান সরকার ব্যারিক গোল্ড ও আন্তোফাগাস্তার মাইনিং লাইসেন্স বাতিল করে দিয়েছে। ব্যারিক গোল্ডকে সোনার খনিতে খনন করার লাইসেন্স দেওয়া হয়েছিল। আন্তোফাগাস্তা তামার খনি লিজ নিয়েছিল। পাকিস্তান সরকার অভিযোগ করে, দু’টি সংস্থাই নানা অনিয়ম করেছে। তাই তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হচ্ছে। ক্ষতিপূরণ বাবদ তারা রুজভেল্ট ও স্ক্রাইব হোটেল দখল করতে চেয়েছিল।