
করোনা ভয়ে একলা ঘরে বন্দি তারকারা, ছবিতে ছবিতে জানুন কারা কী করছেন
দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় বলিউড এবং টলিউডের বহু তারকাই গিয়েছেন সেলফ কোয়ারেন্টাইনে। তাঁদের মধ্যেই রয়েছেন কারা দেখে নিন এক নজরে।

সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন অমিতাভ বচ্চন। বিগ বি’র কথায় নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি দেশবাসীকেও নিরাপদে রাখতে চান তিনি।