
জনতা কার্ফু: স্বেচ্ছায় গৃহবন্দির অভূতপূর্ব ছবি দেশজুড়ে
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে চলছে ‘জনতা কার্ফু’। করোনাভাইরাসের মোকাবিলায় প্রধানমন্ত্রীর আবেদনে বিপুল সাড়া দিয়েছেন দেশবাসী। জনগণ যাতে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত না বেরোন সে জন্য আবেদন জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই মতোই রবিবার সকাল থেকেই শুনসান রয়েছে রাস্তাঘাট।

জনতা কার্ফু দিল্লির কনৌট প্লেসে। মানুষজনের দেখা নেই। ভিড় জমিয়েছে একঝাঁক পায়রা।