
রবিবার বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন, তার আগে মেসিরা কোপা দেল রে-র ফাইনালে
দ্য ওয়াল ব্যুরো: গোল্ডেন কামব্যাক বার্সার। কোপা দেল রে ফাইনালে মেসিরা।
সেভিয়ার কাছে সেমিফাইনালের প্রথম লেগে হেরেছিল ০-২। ঘরের মাঠে ফিরতি সেমিফাইনালের নির্ধারিত ৯০ মিনিট শেষ হচ্ছে যখন, জিতছে ১-০। ইনজুরি টাইম-এ জেরার্ড পিকের হেডে ২-০। অতিরিক্ত সময়ে মার্টিন ব্রেইথওয়েটের গোলে ৩-০, দু-ম্যাচ মিলিয়ে ৩-২ এবং ফাইনালে! অ্যাটলেটিক বিকবাওয়ের বিরুদ্ধে ফাইনাল।
এই সপ্তাহেই লা লিগায় সেভিয়াকে হারিয়েছিল ২-০। সেই ম্যাচ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাসেই হয়ত মরসুমের একমাত্র ট্রফি জয়ের সম্ভাবনা বেঁচে থাকল লিওনেল মেসিদের। এমন ম্যাচে যেখানে গোল পাননি মেসি। কিন্তু এগিয়ে যাওয়ার পর গোল হজম করেনি বার্সেলোনার রক্ষণ। এমনকি লুকাস ওকাম্পোসের পেনাল্টি বাঁচিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনার সলতে জ্বালিয়ে রেখেছিলেন গোলরক্ষক টের স্টেগেনও।
ফিরে-আসার ম্যাচের দিন দুই আগে প্রাক্তন সভাপতি জোসেফ মারিা বার্তোমিউ গ্রেফতার। এক রাত হাজতবাসের পরে জামিনে বাইরে। আগামী রবিবার নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার নির্বাচন। তার আগে বড় প্রাপ্তি ১৭ এপ্রিল কোপা দেল রে ফাইনালে পৌঁছনো। জিতলে ৩১ বার জয়ের রেকর্ড করবে বার্সেলোনা।
মরসুমে একমাত্র ট্রফি জেতার সম্ভাবনা তাই কোপা দেল রে। ফিরতি সেমিফাইনালে ১২ মিনিটে সেই কাজ শুরু আউসমান দেমবেলের পায়ে। কিন্তু তারপরও সমতা ফেরাতে ৯৪ মিনিট পর্যন্ত অপেক্ষা, যখন গ্রিজমানের ক্রসে মাথা ছুঁইয়েছিলেন পিকে। অতিরিক্ত সময়ে খোর্দি আলবার সেন্টার থেকে মার্টিনের গোলে এল ফাইনালের ছাড়পত্র।
মরসুমে আর কোনও ট্রফি জেতার সুযোগ নেই বললেই ঠিক। লা লিগায় দ্বিতীয় স্থানে আছে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে। কিন্তু শীর্ষে অ্যাটলেটিকো দ্য মাদ্রিদ, ২৪ ম্যাচে যাদের পয়েন্ট ৫৮। এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্টের ব্যবধান, যা কমাতে গেলে বার্সেলোনার ভাল খেলাই যথেষ্ট নয়, লুইস সুয়ারেজদের খারাপ খেলা আরও বেশি জরুরি।
চ্যাম্পিয়নস লিগে নেইমারহীন পিএসজি-র কাছে নিজেদের মাঠে প্রথম পর্বে ১-৪ হেরেছিল বার্সেলোনা। মেসির পেনাল্টিতে এগিয়ে যাওয়ার পর এমবাপের হ্যাটট্রিক এবং চার গোল খেয়েছিলেন পিকে-রা। আগামী ১০ মার্চ ফিরতি খেলা পারি-তে। এই ম্যাচে ফিরে-আসা প্রায় অসম্ভব। অন্তত চার গোলের ব্যবধানে জিততে হবে!