

(১)
চাঁদের গায়ে চাঁদ লেগেছে। কলঙ্ক নেই তাতে-
সে গঙ্গাজল পাতিয়েছিল, এলোকেশীর সাথে…
(২)
বাবারা তো উদ্যান। চিরকাল মায়েরা মালিনী।
দূরে যে মেয়েলি গাছ আমার মতোই, তাকে চিনি…
(৩)
সে যেন পান্থশালা। নারী ও পুরুষ নির্বিশেষে
বিশ্রাম নেয় ও বুকে, অনেকটা পথ হেঁটে এসে….
(৪)
তারও চোখে লাগলো আলো। চমকালো তরবারি।
বাইরে পুরুষালী যে, আর ভিতর ভিতর নারী….