
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণে বিধ্বস্ত বাংলাদেশের পাশে এবার পোপ ফ্রান্সিস। ছোট্ট দেশটিতে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ভেন্টিলেটর পাঠিয়েছেন সর্বোচ্চ ক্যাথলিক ধর্মগুরু।
শুধু বাংলাদেশ নয়, মোট ১২টি উন্নয়নশীল দেশে ভেন্টিলেটর পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার ভ্যাটিকানের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, স্থানীয় ধর্মীয় প্রতিনিধি কিংবা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে এই ভেন্টিলেটরগুলি পাঠানো হয়েছে ওই ১২টি দেশে।
ভ্যাটিকান সূত্রের খবর, হাইতি, ভেনেজুয়েলা ও ব্রাজিলে চারটি করে ভেন্টিলেটর পাঠিয়েছেন পোপ। পাশাপাশি বাংলাদেশ, মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, ইকুয়েডর, ক্যামেরুন, জিম্বাবুয়ে, ইউক্রেন ও ডমিনিকান রিপাবলিককেও ভেন্টিলেটর পাঠানো হয়েছে।
এর আগেও বেশ কয়েকটি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছিলেন পোপ। এপ্রিল মাসে রোমানিয়া, স্পেন ও ইতালির হাসপাতালগুলির জন্যও ভেন্টিলেটর দিয়েছিলেন তিনি। এই দেশগুলি করোনার সংক্রমণে বিধ্বস্ত ছিল তখন। চিকিৎসা পাচ্ছিলেন না বহু মানুষ।

রবিবার পর্যন্ত বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ৩৭ হাজার ৭৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সে দেশে মারা গেছেন ৪৩ জন। মোট মারা গেছেন ১৭৩৮ জন। পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে এই দেশে।