
দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালে আমেরিকান ‘ভোগ’ ম্যাগাজিনের কভারে প্রথম ভারতীয় নারী হিসেবে মুখ দেখা গিয়েছিল দেশি-গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার। এবারে সেই ম্যাগাজিনের কভারেই থাকছেন আমেরিকার প্রথম মহিলা উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস। কমলাকে ‘ভারতীয় নারী’ সম্মোধন করেই, সোশ্যাল মিডিয়ায় সর্বসমক্ষে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

এখানেই শেষ নয়। এরইসঙ্গে প্রিয়াঙ্কা দুঃখপ্রকাশ করে লিখেছেন, “ভারতবর্ষের মেয়ে হিসেবেই বলছি, এর বহু আগে বিভিন্ন দেশের নারীরা সামনে এগিয়ে এসেছেন। জননেত্রী হয়েছেন। আমেরিকার মতো আধুনিক দেশে এই প্রথম জননেত্রী! মানতে কষ্ট হচ্ছে।” প্রিয়াঙ্কা তারপরেই আশার কথা ব্যক্ত করে লিখেছেন, “শুরুটা কমলা হ্যারিস করলেন ঠিকই। তবে তিনিই শেষ নন। আমেরিকার ছোট ছোট শিশুরা তাঁকে দেখেই অনুপ্রেরণা পাবে।”
প্রায় ৬০ মিলিয়ন ফলোয়ারকে প্রতিদিন নতুন নতুন পোস্টে চমকে দেন প্রিয়াঙ্কা চোপড়া। এই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী, যিনি বিদেশেও, নিজের দেশের মতো সমান গুরুত্ব পান। এর আগে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও প্রিয়াঙ্কার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। বলাই বাহুল্য, দেশি-গার্ল এতো মানুষের ভালবাসা পেয়ে, এভাবেই আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন।
