
দ্য ওয়াল ব্যুরো: আজ মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন। অথচ সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে নেই কোনও আলাদা উচ্ছ্বাস, নেই কোনও বিশেষ উদযাপন। অধিকাংশ কবি, সাহিত্যিকরা আজ বিশেষভাবে স্মরণও করেননি তাঁকে। এক্ষেত্রে সবার চেয়ে আলাদা হয়েই নিদর্শন রাখলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু তার মধ্যেই এক মারাত্মক ভুলের জন্য তুমুল নিন্দার মুখে পড়লেন অভিনেতা।
“বাংলা সাহিত্যের, বিশেষ করে রেনেসাঁস সময়ের অন্যতম কবি, নাট্যকার ও প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, যাঁর শ্রেষ্ঠ কাজগুলির মধ্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আমাদের মাতৃভাষাকে করে তুলেছে আরও সমৃদ্ধ – সেই মহামানবের জন্মবার্ষিকীতে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। #রিমেম্বারিংমাইকেলমধুসূদনদত্ত”, লিখেছিলেন প্রসেনজিৎ। এই পর্যন্ত সব ঠিক ছিল। ভুল ছিল অন্য জায়গায়। মাইকেল মধুসূদন দত্তের ছবির জায়গায় উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছবি পোস্ট করে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এটা সোশ্যাল মিডিয়া। মানুষ কোনও দোষ না করলেও, খুঁচিয়ে খুঁত খুঁজে বের করেন এক শ্রেণির মানুষ। সেখানে প্রসেনজিতের এমন মারাত্মক ভুলের জন্য এখন সরগরম পরিস্থিতি নেটপাড়ায়। একদিকে যেমন অভিনেতার তীব্র সমালোচনা করা হচ্ছে। তেমনই ট্রোলের শিকারও হচ্ছেন প্রসেনজিৎ। কেউ কেউ লিখেছেন, “যদি নাই চিনতেন, তাহলে লোক দেখানো শুভেচ্ছা জানানোর কোনও মানে নেই।” আবার কেউ কেউ লিখেছেন, “প্রসেনজিৎ বোধহয় বাংলার আলিয়া ভাট!”
বস্তুত, অভিনেতা নিজে নন, তাঁর ডিজিটাল টিমের এক সদস্য ভুল করেই উপেন্দ্রকিশোরের ছবি পোস্ট করে ফেলেছেন। পুরনো পোস্ট কিছুক্ষণের মধ্যেই ডিলিট করে, নতুন করে মাইকেল মধুসূদন দত্তের ছবি লাগানো হয় সেখানে। নীচে ছোট করে ইংরেজিতে লিখে দেওয়া হয়েছে, “ডিজিটাল টিম আগের পোস্টে ভুলের জন্য ক্ষমাপ্রার্থী!” কিন্তু আগের পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। প্রসেনজিতের মতো সুপারস্টার এমন ভুল কীকরে করতে পারলেন, সেই নিয়েই নিন্দায় মুখর এক অংশের নেটিজেনরা।
