
দ্য ওয়াল ব্যুরো: লখনউতে প্রেস কনফারেন্স করতে বসে ক্ষুর দিয়ে মাথা ন্যাড়া করে ফেললেন এক মহিলা। অভিযোগ, সতীশ শর্মা নামে এক বিজেপি নেতা তাঁকে ধর্ষণ করেছেন। পরে মানসিক নির্যাতনও করে চলেছেন। এরই বিরুদ্ধে মাথা ন্যাড়া করে তাঁর প্রতিবাদ।
অভিযুক্ত সতীশ শর্মা পেশায় আইনজীবী। অভিযোগকারিনী বলেন, সতীশ তাঁর অশ্লীল ছবিও তুলেছেন। সেই দিয়ে গত তিন বছর ধরে তাঁকে ব্ল্যাকমেল করছেন। তিনি পুলিশেও অভিযোগ করেছিলেন। কিন্তু পুলিশ গুরুত্ব দেয়নি।
তিনি বলেন, ওই নেতা আগেই আমার অনেক চুল কেটে নিয়েছেন। তাই আমি মাথা একেবারে ন্যাড়া করে ফেললাম। তিনি আমার পরিবারের লোকজনকেও হুমকি দিচ্ছেন। আমি দলিত। তাই আমার ওপরে এই অত্যাচার।
এই অভিযোগ নিয়ে সতীশ শর্মার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগেও উত্তরপ্রদেশের উন্নাওতে বিজেপির এমএলএ কুলদীপ সিংয়ের বিরুদ্ধে এক নাবালিকার ওপরে অত্যাচার করার অভিযোগ ওঠে। ফের রাজ্যে শাসক দল বিজেপির এক নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠল।