
দ্য ওয়াল ব্যুরো: একুশের ভোটের জন্য বামেদের সঙ্গে আসন বণ্টন চূড়ান্ত করার দাবি উঠল কংগ্রেসের বৈঠকে। শুক্রবার রাহুল গান্ধীর ডাকা ভার্চুয়াল বৈঠকে বাংলার একাধিক কংগ্রেস বিধায়ক দাবি করলেন, যত তাড়াতাড়ি সম্ভব সিপিএম তথা বামফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হোক।
শুক্রবার প্রদেশ কংগ্রেস নেতা ও বাংলার বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিলেন রাহুল। কংগ্রেস সূত্রে খবর, এদিনের বৈঠকে রাহুল গান্ধী কিছুই বলেননি। শুধু শুনেছেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিনের বৈঠকে যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অধীরবাবুর সামনেই ১০-এর বেশি কংগ্রেস বিধায়ক বলেন, নিচু তলায় বাম-কংগ্রেস কর্মীরা যৌথ কর্মসূচি শুরু করে দিয়েছে। তাঁদের মর্যাদা দিয়ে এখনই আসন রফা চূড়ান্ত হওয়া প্রয়োজন।
এক কংগ্রেস বিধায়ক বলেন, ভোটের আগে যাতে ভুল বোঝাবুঝি না হয় তা দলকে ঠিক করতে হবে। গত লোকসভা ভোটে আলোচনার পর জোট ভেস্তে দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে সে সবের পুনরাবৃত্তি চান না বাম, কংগ্রেস নেতৃত্ব।
ইতিমধ্যেই জেলায় জেলায় যৌথ কর্মসূচি শুরু করেছে বাম কংগ্রেস।বিমান বসু থেকে অধীর চৌধুরী সবারই বক্তব্য, আন্দোলন না করলে মানুষের মধ্যে জোট সম্পর্কে বিশ্বাস যোগ্যতা গড়ে উঠবে না।
জানা গিয়েছে রাহুল গান্ধী এদিনের বৈঠকে সমস্ত রিপোর্ট শুনেছেন। এও জানা গিয়েছে, প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, বাংলার কংগ্রেস নেতৃত্বের বার্তা তিনি সনিয়া গান্ধীর কাছে পৌঁছে দেবে।