
কেকেআর সরাতে পারে কার্তিককে, রাজস্থানের বাদের তালিকায় স্টিভ স্মিথ
দ্য ওয়াল ব্যুরো: আগামী আইপিএলের জন্য সামনের মাসেই নিলাম পর্ব হতে পারে, তেমনটাই জানা গিয়েছিল বোর্ডের তরফ থেকে। সেই হিসেবে প্রতিটি ফ্রাঞ্চাইজি দল নতুন করে দলগঠন শুরু করতে চলেছে।
সবথেকে প্রাসঙ্গিক বিষয় হল, কিছু ফ্রাঞ্চাইজি রয়েছে যারা দলনেতাকেই বাদ দিয়ে নতুন রক্ত আমদানি করতে চাইছেন। সেই তালিকায় প্রথম দুটি নাম কেকেআর ও রাজস্থান রয়্যালস। কেকেআরের দীনেশ কার্তিক শেষদিকে অবশ্য নেতা ছিলেন না, মরগ্যান হন। তবুও যেহেতু তিনি বহুদিন ধরে যুক্ত ছিলেন, সেই কারণে তাঁকে সরিয়ে নতুন কাউকে আনতে চাইছে কেকেআর কর্তৃপক্ষ।
কার্তিক কলকাতা নাইট রাইডার্স দলে ঠিক ফিট করছেন না, সেটাই জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই নিয়ে সরকারিভাবে তারা কিছু জানায়নি। নিলাম পর্বের সময়ই কার্তিককে বলে দেওয়া হতে পারে। এমনকি দলের স্পিনার কুলদীপ যাদবকে সরিয়ে দেওয়া হবে, এমনই ইঙ্গিত মিলেছে।
পাশাপাশি রাজস্থান রয়্যালসও ছেঁটে ফেলতে চাইছেন অধিনায়ক স্টিভ স্মিথকে। নতুন আসরের আইপিএলের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি হওয়ার কথা খেলোয়াড়দের নিলাম। তার আগে ২০ জানুয়ারির মধ্যে দলগুলোকে তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে বলা হয়েছে। সেই কারণেই ফ্রাঞ্চাইজিগুলি তাদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে।
সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হচ্ছে রাজস্থান রয়্যালস। তারা তাদের অধিনায়ক এবং অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে ছেড়ে দিতে যাচ্ছে। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রাজস্থান। মঙ্গলবার দেশের এক নামী ক্রিকেট ওয়েবসাইট এই বিষয়ে জানিয়েছে। স্মিথকে ২০১৮ সালে রাজস্থান দল ১২ কোটিতে কিনেছিল।
গত ২০২০ সালের আইপিএলে প্রত্যাশামাফিক খেলতে না পারার কারণেই বাদ দেওয়া হচ্ছে স্মিথকে। ব্যক্তিগত পারফরম্যান্সে লিগপর্বের ১৪টি ম্যাচ খেলে তিন হাফসেঞ্চুরিতে ৩১১ রান করেছিলেন স্মিথ। তবে তাঁর দল সবার শেষ হয়ে বাদ পড়েছে প্রথম রাউন্ড থেকেই। যা ভালোভাবে নেয়নি রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ।
আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন ছিল রাজস্থান। এরপর তারা প্লে-অফ বা সেরা চারে খেলতে পেরেছে মাত্র তিনবার; ২০১৩, ২০১৫ ও ২০১৮ সালের আসরে। এবার অধিনায়ক বা ব্যাটসম্যান হিসেবে পুরোপুরি ব্যর্থ স্মিথ। ওপেনার হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও, পরে মিডলঅর্ডারে নেমে যান তিনি।