
রাজীব কুমারের হেফাজত মামলার শুনানি আরও দু’সপ্তাহ পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে
দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিতে চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআই। আজ মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে। কিন্তু তা আরও দু’সপ্তাহ পিছিয়ে গেল।
জানা গিয়েছ, কিছু নথি ও তথ্য সংক্রান্ত জটিলতার জন্য এই শুনানি আজকে করা যায়নি। তা আরও দু’সপ্তাহ পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
কলকাতা হাইকোর্টের সর্বশেষ নির্দেশ অনুযায়ী রাজীব কুমারের রক্ষাকবচ বহাল রয়েছে। তাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। এদিন সেই মামলার শুনানি হওয়ার কথা।
হাইকোর্ট বলেছিল, রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত সংস্থা কোনও চরম পদক্ষেপ নিতে পারবে না। তবে কলকাতার প্রাক্তন নগরপালকেওম তদন্তে সহযোগিতা করতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই বলেছে, রাজীব কুমার কোনও সহযোগিতা করছেন না।
২০১৯ সালে রাজীব কুমারকে জেরা করা নিয়ে কম আইনি টানাপড়েন হয়নি। হাইকোর্ট থেকে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। তারপর সুপ্রিম কোর্ট বলে, তৃতীয় জায়গা হিসেবে মেঘালয়ের রাজধানী শিলংয়ে জেরা করা হোক রাজীব কুমারকে। সেই মতো টানা পাঁচ দিন ধরে পাহাড়ের কোলে জেরা করা হয় তাঁকে। প্রসঙ্গত সেই সময়ে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা সারদা মামলায় অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষকেও মুখোমুখি বসিয়ে জেরা করে তদন্ত এজেন্সি।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের গোড়ায় ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল কলকাতায়। রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাংলোয় পৌঁছে গিয়েছিল সিবিআই। তারপর কলকাতা পুলিশের সঙ্গে সিবিআইয়ের সঙ্ঘাত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা ধর্না—বাংলার স্মৃতিতে টাটকা। তার মধ্যে আজ সুপ্রিম কোর্টে রাজীবের মামলার শুনানি রয়েছে। এখন দেখার শীর্ষ আদালত কোনও নির্দেশ আজ দেয় কি না।