
দ্য ওয়াল ব্যুরো : ২০১৮ সালে তামিলনাড়ুর মন্ত্রিসভা সুপারিশ করেছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার দায়ে যারা যাবজ্জীবন কারাদণ্ডিত হয়েছে, তাদের আগে মুক্তি দেওয়া হোক। সেই সুপারিশ গিয়েছে রাজ্যপালের কাছে। তিনি ওই প্রস্তাব মেনে নিলেই রাজীব ঘাতকরা আগে মুক্তি পাবে। শনিবার সুপ্রিম কোর্টে কথা জানিয়েছে সিবিআই। গোয়েন্দা সংস্থা শীর্ষ আদালতে হলফনামা দিয়ে বলেছে, এ জি পেরারিভালান নামে এক বন্দির মা তাঁর সন্তানের মুক্তির জন্য আবেদন করেছিলেন। সেই পিটিশন এখন রাজ্যপালের কাছে গিয়েছে। এ ব্যাপারে সিবিআইয়ের কিছু করার নেই।
হলফনামায় আরও বলা হয়েছে, রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত গোয়েন্দাদের কাছে তদন্ত নিয়ে বিস্তারিত জানতে চাননি। গত সেপ্টেম্বরে তামিলনাড়ু সরকার হাইকোর্টে জানায়, রাজ্যপালের সচিব জানিয়েছেন, এখন মাল্টি ডিসিপ্লিনারি মনিটরিং এজেন্সির রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। সেই রিপোর্ট এলেই রাজ্যপাল সিদ্ধান্ত নেবেন। সিবিআই এই মাল্টি ডিসিপ্লিনারি মনিটরিং এজেন্সির মধ্যে আছে।
রাজীব ঘাতকদের মুক্তির জন্য অপর একটি আবেদনের প্রেক্ষিতে সিবিআই সুপ্রিম কোর্টে জানায়, কোনও বন্দির কারাবাসের মেয়াদ কমবে কিনা, তা স্থির করতে পারেন রাজ্যপাল। একইসঙ্গে গোয়েন্দা সংস্থা জানায়, রাজীব হত্যার পিছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র ছিল কিনা, তা নিয়ে এখনও তদন্ত চলছে।
পেরারিভালানের মায়ের আর্জির ভিত্তিতে সুপ্রিম কোর্ট কিছুদিন আগে সিবিআইকে নোটিশ দেয়। রাজ্যপালের কাছে দু’বছর ধরে পিটিশন পড়ে থাকায় অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
রাজীব হত্যার দায়ে মোট সাতজন জেলে আছেন। পেরারিভালান চেয়েছিলেন, সিবিআইয়ের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর কারাদণ্ড স্থগিত রাখা হোক।