
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক রাকেশ রোশনের স্ত্রী ও হৃত্বিক রোশনের মা পিঙ্কি রোশন করোনায় আক্রান্ত হলেন। বৃহস্পতিবার রোশন পরিবারের তরফে রাকেশ রোশন নিজেই পিটিআইকে এই খবর জানান।
বৃহস্পতিবার পিঙ্কি রোশনের ৬৭তম জন্মদিন বাড়িতেই সেলিব্রেট করেন সকলে। ছেলে হৃত্বিক সহ পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। জন্মদিনের বিশেষ মুহূর্তের ছবিও পোস্ট করেন তিনি ইনস্টাগ্রামে।
জন্মদিনের দিনই রাকেশ রোশন সংবাদমাধ্যমে জানান, “আজই রিপোর্ট পাওয়া গেছে এবং জানতে পেরেছি পিঙ্কি কোভিড পজিটিভ। ” যদিও আক্রান্তের জ্বর বা তেমন কোনও উপসর্গ দেখা যায় নি বলেই জানান পরিচালক। হঠাৎ শরীর খারাপ লাগায় টেস্ট করানো হয়। ডাক্তারের পরামর্শও নেওয়া হয়। তবে হাসপাতালে ভর্তি করার মত পরিস্থিতি এখনও হয়নি। বাড়িতেই আপাতত আলাদা করে রাখা হচ্ছে তাঁকে।
পিঙ্কি রোশনের স্বামী অভিনেতা ও পরিচালক রাকেশ রোশন সাংবাদিকদের জানান, ” হ্যাঁ, ও কোভিড পজিটিভ। কিন্তু কোনও সিম্পটম নেই। ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবে। ”
জন্মদিনের দিন রাকেশ রোশন ইন্সটাগ্রামে তার স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “হ্যাপি বার্থডে পিঙ্কি। শান্তি আর আনন্দে ভরে যাক তোমার জীবন। ভগবান তোমায় আশীর্বাদ করুন।” । জন্মদিনের দিন হৃত্বিক ও রাকেশ রোশনের সঙ্গে একটি সুন্দর পারিবারিক ছবি পোস্ট করে পিঙ্কি রোশন লেখেন, ” জন্মদিনে আমার দরজার সামনে আমার কাছের মানুষেরা এমন সারপ্রাইজ গিফট নিয়ে হাজির হয়েছে। আমি খুব খুশি তাতে।” তার পোস্টের নীচেই ফলোয়ারেরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার কথাও লিখেছেন।