
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাটি খুঁড়তেই চক্ষু চড়কগাছ হলো আধিকারিকদের। যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ চন্দন কাঠ। গ্রেফতার এক কুখ্যাত অপরাধী। এসএসবি সূত্রে জানা গেছে, ভূটানে পাচারের উদ্দেশ্য নিয়ে কর্নাটক থেকে ডুয়ার্সে এনে মজুত করে রাখা হয়েছিল লাল চন্দন কাঠ। কিন্তু যেহেতু এখনও ভূটানে চলছে লকডাউন। একেবারে অত্যাবশকীয় সামগ্রী ছাড়া ভারত থেকে ভূটানে প্রবেশ করছেনা কোনও গাড়ি। তাই, মজুত করা চন্দন কাঠ স্থানীয়ভাবে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল পাচারকারীরা।
সম্প্রতি তারা একটি লাল চন্দন কাঠের টুকরো স্যাম্পল হিসেবে নিয়ে বানারহাট এলাকায় আসে এক পাচারকারী। খবর যায়, এসএসবি আধিকারিকদের কাছে। এরপর আধিকারিকরা ক্রেতা সেজে টোপ দেয় পাচারকারীদের। ঠিক হয় শনিবার টাকা দিয়ে সবগুলি চন্দন কাঠ নিয়ে নেবেন তাঁরা। এরপর ১৭ নম্বর এসএসবি ব্যাটালিয়ন ফালাকাটা খবর দেয় বনদফতরকে। যৌথ টিম গঠন করে অভিযান চালানো হয় বীরপাড়া চা বাগানে। সেখানে উদ্ধার হয় প্রায় ৩৭০ কিলো লাল চন্দন কাঠ। যার বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
১৭ নম্বর এসএসবি ব্যাটালিয়নের আধিকারিক ঋষিকেশ কুমার শ্রীবাস্তব জানান, ”বনদফতরের মরাঘাট রেঞ্জের রেঞ্জার ও তাঁদের কর্মীদের সঙ্গে নিয়ে আমরা টিম গঠন করি। এরপর ক্রেতা সেজে আমরা চলে যাই বীরপাড়া চা বাগানে। সেখানে শুপারি বাগানের নির্দিষ্টএলাকায় মাটি খুড়ে আমরা প্রায় ৩৭০ কিলো লাল চন্দন কাঠ উদ্ধার করি। ঘটনায় অমিত বারা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই যুবক খুন, তোলাবাজি, বেআইনি অস্ত্র ইত্যাদি মামলায় অভিযুক্ত রয়েছে। ধৃতকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বনদফতর সূত্রে জানা গেছে, ধৃতকে রবিবার আদালতে তুলে হেফাজতে নেবার জন্য আবেদন করা হয়েছে।