
দ্য ওয়াল ব্যুরো: মোতেরা স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদীর নামে ঘোষণা হওয়ার পর থেকেই সমালোচনা শুরু হয়েছিল। তা আরও তীব্র আকার নিল যখন জানা গেল স্টেডিয়ামের দুটি প্যাভেলিয়ন মোদী ঘনিষ্ঠ হিসেবে খ্যাত দুই কর্পোরেট গোষ্ঠী আদানি আর আম্বানির নামে করা হয়েছে।
গুজরাতের এই মাঠের একটি দিক ‘রিলায়েন্স এন্ড’ ও অন্যদিকটি ‘আদানি এন্ড’ নামে নামাঙ্কিত করা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কটাক্ষ করে লিখেছেন, ‘কী সুন্দরভাবে সত্যিটা প্রকাশ পাচ্ছে!’ রাহুলের আরও বলেছেন, ‘হাম দো , হামারে দো’। প্রসঙ্গত, ভারতের এই তাবড় কর্পোরেট হাউস আদানী ও আম্বানিদের সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলে আগে থেকেই সরব হয়েছেন রাহুলরা। তাদের সুবিধা পাইয়ে দিতেই সরকার চলছে বলে অভিযোগ বিরোধীদের।
এ নিয়ে সরব হয়েছেন কংগ্রেসের শশী তারুরও। মেলবোর্নের ক্রিকেট গ্রাউন্ডের সঙ্গে তুলনীয় এই মাঠের নাম পরিবর্তনে দেশজুড়ে বিরোধীরা সরব হতে শুরু করেছেন। এর আগে, রাহুল গান্ধী কৃষক আন্দোলনের সময় থেকে দাবি করেছেন, এই কর্পোরেট সংস্থার জন্যই কৃষকদের হাতে ফলানো চাষের ফসল নিয়ে মোদী সরকার নয়া তিন আইন এনেছে।
বুধবার থেকে মোতেরায় শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। মোদীর নামের স্টেডিয়াম উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদী সবসময় একটাই কথা বলতেন, গুজরাটিদের দুটি ক্ষেত্রে আরও এগোতে হবে। এক, ভারতীয় সেনায় যোগদান এবং দুই, খেলার ক্ষেত্রে। এরপরই তিনি আমার অনুরোধে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করেন। তিনিই চেয়েছিলেন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এখানে তৈরি হোক। এই ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসনের স্টেডিয়ামটির নাম এবার থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম।”