
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্মদিন। যাঁর মৃত্যুর খবরে এক মুহূর্তে গোটা দেশবাসী মুষড়ে পড়েছিলেন। যে মৃত্যু খানিকটা ভিত নাড়িয়ে দিয়েছিল বলিউডের। অভিনেতার মৃত্যুর পর রাগ, ক্ষোভে ফেটে পড়েছিলেন সুশান্ত-প্রেমীরা। একদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট বলিউড’-এর ডাক দিয়েছিলেন নেটবাসী। একদিকে যেমন বলিউডের নামকরা পরিচালকদের উদ্দেশ্য করে ক্ষোভ উগরে দিচ্ছিলেন সকলে, তেমনই প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদেরও আক্রমণ করতে ছাড়েননি দেশবাসী।

তবে সবথেকে বেশি রোষের শিকার হয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তিনি প্রয়াত অভিনেতার প্রেমিকা ছিলেন। আর সেই সূত্রে অভিনেতা আত্মহত্যা করেছিলেন না হত্যা করা হয়েছিল এই নিয়ে সমস্ত ক্ষোভ একা রিয়ার উপরেই উগরে দিয়েছিলেন সকলে। যদিও বলিউডের বেশকিছু সেলেব্রিটি সেই সময় রিয়ার পাশে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে ড্রাগ কান্ডে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু জেল থেকে মুক্তি পাওয়ার পরেও অভিনেতার মৃত্যুর জন্য তাঁকে এখনও দোষী সাব্যস্ত করছেন কেউ কেউ।

এদিকে আজ সকালেই প্রয়াত প্রেমিক এবং অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্মদিনের আগে একা একাই রাস্তায় বেরোলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মুহূর্তের মধ্যে ঘিরে ধরেছিলেন পাপারাজ্জিরা। তাঁদের ক্যামেরাতেই ধরা পড়েছে রিয়ার ছবি। ছবিতেই দেখা যাচ্ছে তিনি ফুলের দোকানে দাঁড়িয়ে আছেন। অনেকের অনুমান, হয়তো সুশান্তের জন্যেই ফুল কিনতে বেরিয়েছেন তিনি।
অন্যদিকে প্রয়াত অভিনেতার জন্মদিনের আগেই টুইটারে শুরু হয়েছে নতুন ট্রেন্ড। সুশান্ত-প্রেমীরাই বিশেষত শুরু করেছেন এই ট্রেন্ড। #একটাদিনশুধুএসএসআরেরজন্য হ্যাশট্যাগ দিয়ে লিখে প্রত্যেকে অভিনেতার ছবি পোস্ট করে এখন থেকেই স্মরণ করছেন তাঁকে।