
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে বেসরকারি স্টিল কারখানার পাঁচিল ভেঙে ডাকাতি চালালো দুষ্কৃতীরা। কর্তব্যরত সিকিউরিটি গার্ডকে গলায় ছুরি ধরে ডাকাতি করে ওই দলটি। খোয়া গিয়েছে কয়েক হাজার টাকার যন্ত্রপাতি। দুর্গাপুরের “রাতুরিয়া-অঙ্গদপুর” শিল্পতালুকে এমন ভয়ংকর ঘটনা ঘটল।
দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত “রাতুরিয়া-অঙ্গদপুর” শিল্পতালুকে অবস্থিত কারখানা গুলোতে প্রতিদিন বাড়ছে দুষ্কৃতী তান্ডব। শনিবার রাত ৩ টে নাগাদ তারই পুনরাবৃত্তি ঘটল বেসরকারী “হলদিয়া স্টিল প্রাইভেট লিমিটেড” কারখানায়।
কারখানা সুপার ভাইজার কুদরত আনসারী জানান, ২৫ থেকে ৩০ জোনের একটি ডাকাত দল হানা দিয়ে ছিল। কর্তব্যরত এক সিকিউরিটি গার্ডকে গলায় ছুরি ধরে স্টোররুমের তালা ভেঙে মূল্যবান সরঞ্জাম ডাকাতি করে দলটি। পরে পালানোর সময় রাজীব কুমার নামে এক সিকিউরিটি গার্ডকে ছুরি দিয়ে আহত করে।
কারখানার জেনারেল ম্যানেজার মোহন কুমার পাটনায়েক জানান, কারখানার পাঁচিল ভেঙে ডাকাত দল ঢুকেছিল। মেকানিক্যালের বিভিন্ন জিনিস খোয়া গেছে। যার বাজার মূল্য নির্ধারণ করা চলছে। এর আগেও চুরির চেষ্টা হয়েছিল। কিন্তু এত বড় মাপের ডাকাতি কখনও হয়নি। ঘটনার কথা স্থানীয় থানার পুলিশকে জানানো হয়েছে।
আহত নিরাপত্তারক্ষী রাজীব কুমারকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে স্থানীয় থানার পুলিশ এবং কারখানার নিরাপত্তা রক্ষীরা পার্শ্ববর্তী রেললাইন থেকে কারখানার বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ উদ্ধার করে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কারখানার শ্রমিকদের মধ্যে।