
দ্য ওয়াল ব্যুরো: বুধবার মর্নিংওয়াকে বেরিয়ে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তির্যক মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, “ও তো কোলে চড়ে রাজনীতি করতে এসেছে!”
দুপুরে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে অভিষেকের পাশে দাঁড়িয়ে দিলীপকে জবাব দিতে চাইলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন প্রবীণ সাংসদ বলেন, “দিলীপ ঘোষ তো ২০১৫ সালে বিজেপির রাজ্য সভাপতি হওয়ার আগে কখনও রাজনীতি করেননি। কোনওদিন পুরসভার ভোটেও দাঁড়াননি। আর অভিষেক ২০১৪ সাল থেকে সাংসদ। তার আগে থেকে যুব সংগঠন দেখতেন। অভিষেক তো সাংসদ হিসেবেও দিলীপ ঘোষের থেকে পুরনো।”
যদিও তার আগেই দলবদলুদের সমালোচনা করে দিলীপ ঘোষকে সার্টিফিকেট দেন আশুতোষ কলেজের প্রাক্তন অধ্যাপক। একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, “দিলীপ ঘোষ আর যাই হোক সৌমিত্র খাঁয়েদের মতো দলবদলু নন। আরএসএস করতেন। সেখান থেকে থেকে বিজেপি। দলের সঙ্গে একাত্মতা ছিল।”
কিন্তু অভিষেক নিয়ে প্রশ্ন করতেই দিলীপের বিরুদ্ধে গর্জে ওঠেন মাস্টারমশাই। তিনি বলেন, “কালকে তো দক্ষিণ কলকাতায় অভিষেকের নেতৃত্বে বিরাট মিছিল হল। গঙ্গারামপুরে ওঁর সভায় কেমন জনসমাগম হয়েছিল সবাই দেখেছেন। আর অভিষেক তো কখনও বলেনি ও বাংলায় তৃণমূলের মুখ। সে তো বারবার বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী করতে হবে। বিজেপির এত ঈর্ষা কেন? অভিষেকের মতো গ্ল্যামার, আকর্ষণ করার ক্ষমতা নেই বলে?”
যদিও দলবদল প্রসঙ্গে সৌগত রায়ের মন্তব্য নিয়ে বিজেপির এক মুখপাত্র বলেন, “সৌগত রায়ও যদি দলবদল নিয়ে কারও সমালোচনা করেন তাহলে তো ঘোরাও হাসবে। সবাই জানে ৯৮-এর লোকসভা ভোটে হাজরা মোড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কী বলেছিলেন।”