
দ্য ওয়াল ব্যুরো: স্পটলেস গ্লোয়িং স্কিন। হাইলাইট করা এক ঢাল ঘন চুল। চোখে নেই কোনও চড়া মেকআপ। ন্যুড আই মেকআপের জাদুতেই আরও একবার মুগ্ধতা ছড়ালেন শাহরুখ-কন্যা সুহানা খান।

সুহানাকে নিয়ে বরাবরই বাঁধ ভাঙা কৌতুহল দেশবাসীর। কখন কোথায় যাচ্ছেন, কী পরছেন, কী করছেন, সবটাই যেন খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন সকলে। কিন্তু কোনও খুঁতই খুঁজে পান না তাঁর মধ্যে। বরং তাঁর শান্ত, নরম আচরণ ইতিমধ্যেই মন জয় করেছে সকলের।
সুহানার মতোই শান্ত তাঁর চোখ। যার মধ্যে কোনও চটকদারি ইশারা নেই। যেন চোখ দিয়েই মনের ভাষা ব্যক্ত করছেন তিনি। তাই তো তাঁর দিক থেকে নেটিজেনরাও চোখ ফেরাতে পারছেন না। গতকাল ইনস্টাগ্রামের স্টোরিতে সাদা রঙের টি-শার্ট পরে পরপর দু’টো ছবি দিয়েছেন সুহানা। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মাতামাতি শুরু হয়ে গেছে তাঁকে ঘিরে।

গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখার আগে থেকেই সুহানা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে উঠেছেন। বলিউডে কবে পা রাখবেন, সেই নিয়ে এখনও চলছে বেশ জল্পনা। এমনকি অনেকরই ধারণা সুহানার প্রথম ছবি নাকি বক্স অফিসের সমস্ত রেকর্ড ব্রেক করতে পারে। এর আগে শাহরুখ, গৌরী দু’জনেই সুহানার অভিনয়ের প্রশংসা করেছিলেন। জানিয়েছিলেন পড়াশোনা শেষ করে, তারপর বলিউডে পা রাখতে পারেন তিনি। তার পর থেকেই বড় পর্দায় সুহানার অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।