
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: পাড়ায় ঢুকে পড়েছে ক্ষ্যাপা শুয়োর। ইতিমধ্যে কয়েকজনের ওপর হামলা চালিয়ে হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন শান্তিপুর পুরসভা এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের চরজিজিরা পাড়ার বাসিন্দারা। পুলিশের দাবি, ” বিষয়টির খবর পেয়েছি। ঘটনাস্থল খতিয়ে দেখা হয়েছে।” পাড়া বাসিন্দাদের দাবি, শুয়োরটির বড় দুটি দাঁত রয়েছে। তা দিয়েই রীতিমত জখম করে যাচ্ছে সকলকে। এলাকায় পুলিশবাহিনী শুয়োরটি সন্ধানে তল্লাশি চালালেও এখন প্রাণীটির হদিশ মেলেনি। পুলিশের কাছে থাকা খবর অনুযায়ী, ৫ জন জখম হয়েছেন ক্ষ্যাপা শুয়োরের হামলায়।
এদিকে চরজিজিরা পাড়ার বাসিন্দাদের অভিযোগ, ”এলাকায় আশেপাশে কোনও বন-জঙ্গল নেই। কোথা থেকে একটি ক্ষ্যাপা বুনো শুয়োর পাড়ায় ঢুকে পড়েছে, তা ভেবে পাচ্ছিনা। তাতে সকলেই আতঙ্কিত। এমনকি এই ঘটনায় ৭-৮জনকে জখম করেছে। তাদের মধ্যে শিশুও রয়েছে। কারো হাতে কামড় বসিয়ে মাংস খুবলে নিয়েছে, আবার কারো শরীরের ধারালো নখ দিয়ে আঁচড় দিয়েছে। জখমরা রানাঘাট বা কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।”
শুয়োরের হামলায় জখম এক ব্যক্তি নীরঞ্জন বিশ্বাস বলেন, ”দুপুরে বাড়িতেই ছিলাম। বাড়ির উঠনে হঠাৎ একটা শুয়োরকে ঘুরতে দেখি। কালো, দুটি বড় দাঁত রয়েছে সেটির। দেখে বুনো শুয়োরই মনে হয়ে ছিল। ওটাকে তাড়া করতেই তেড়ে আসে শুয়োরটি। এই ধারালো নখ দিয়ে আঁচড় কাটে, আমাকে কামড়েও দেয়। এরপর পালিয়ে যায় সেটি। শুনেছি এলাকায় বেশ কয়েকজনকে জখম করেছে। একজনের হাতের মাংস খুবলে নিয়েছে, একজনের গোপন অঙ্গে আঘাত করেছে, এক শিশুকেও নখ দিয়ে জখম করেছে। প্রাথমিক চিকিৎসার পর আমাকেও কৃষ্ণনগর হাসপাতালে রেফার করা হয়েছে।”
তবে, ক্ষ্যাপা শুয়োর খুঁজেতে রাতেই বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে যান। কৃষ্ণনগর বনদফতর আধিকারিক জানান, অযথা আতঙ্কগ্রস্ত না হয়ে সাবধানে থাকতে হবে। স্থানীয় বাসিন্দাদের কথানুযায়ী একটি শুয়োর এই পড়ায় ঢুকে সাধারণ মানুষকে আহত করেছে। কোথা থেকে কিভাবে এলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।