
দ্য ওয়াল ব্যুরো: আবার আমেরিকার স্কুলের গুলি। নিহত অন্তত দশ জন। আহত হয়েছেন বারো জন। হামলাকারীকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। সে এক জন ছাত্র বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তার এক সঙ্গীকেও ধরেছে পুলিশ। স্কুলের সামনে থেকে পাওয়া গিয়েছে বিস্ফোরকও।
চলতি বছরে আমেরিকা স্কুলে গুলি চলার এটি ২২তম ঘটনা। গত আট দিনে এটি তৃতীয়। এই ঘটনায়, আরও একবার প্রশ্ন উঠে গেল আমেরিকার ‘গান-কন্ট্রোল’ আইন নিয়ে।
আমেরিকার টেক্সাসের সান্টা ফে তে, সান্টা ফে হাই স্কুলে সকাল সাতটা ৪৫ নাগাদ ঘটনাটা ঘটে। প্রতক্ষ্যদর্শীদের বয়ান অনুযায়ী জানা যায়, শটগান নিয়ে স্কুলে ঢোকে ওই দুষ্কৃতী। সেই সময় সবে স্কুলের ক্লাস শুরু হওয়ার প্রস্তুতি চলছিল। আততায়ী আর্টের একটি ক্লাসে ঢুকে প্রথমে গুলি ছুড়তে শুরু করে।