
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির ময়দানে খেলার দান কীভাবে বদলে যায় তা কেউই বলতে পারেন না! ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ।
বামমনস্ক বলেই পরিচিত সায়নী এখন তৃণমূলের মঞ্চে। কিন্তু এর আগেও তাঁকে মমতা ব্যানার্জীর সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে সরব হতে দেখা গেছে। অনীক দত্তের পরিচালিত ‘ভবিষ্যতের ভূত’-এর রিজিলের সময়েও তিনি সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন।
দুই বছর পরে ২০২১ সালের ফেব্রুয়ারিতে রাজ্যের শাসকদল তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী সায়নী। যা নিয়ে এই অভিনেত্রীকে কটাক্ষ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।সেই সায়নী ঘোষের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে বেশ হতাশ হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ফেসবুকে সায়নীর তৃণমূলে যোগ দেওয়ার খবরের লিঙ্ক শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, “এটা আশা করিনি সায়নী, তুইও বিক্রি হয়ে গেলি, খেলতে নেমে গেলি? খুবই দুঃখজনক।”
সায়নী-তথাগতের টুইট যুদ্ধের সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়ে বলেন, “সায়নী বলে একটা মেয়ে, তাকে বিজেপি ধমকাচ্ছে। কেন? এত বড় ক্ষমতা!” আর মুখ্যমন্ত্রীর অভয়বাণীতেই মজেছেন সায়নী। এর আগেও তিনি সংবাদ মাধ্যমকে জানান যে তিনি ইচ্ছে করলে যে কোনদিনই যোগ দিতে পারেন রাজনীতিতে।
বুধবার হুগলী জেলার ডানলপের মাঠে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই সায়নী ঘোষ তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সায়নীর পাশাপাশি অভিনেত্রী জুন মালিয়া, সুদেষ্ণা ঘোষ, মানালি দে এদিন তৃণমূলে যোগদান করেন। এছাড়াও অভিনেতা কাঞ্চন মল্লিকও এদিন ঘাস ফুলে পতাকা তুলে নিয়েছেন। বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারিও একই মঞ্চ থেকে তৃণমূলে নাম লিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এদিনের তৃণমূলের মঞ্চে হাজির ছিলেন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী।