
উরুগুয়ে দলে ১৬ জনই করোনা আক্রান্ত, প্রবল সঙ্কটে সুয়ারেজরা
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন দলের দুই তারকা, তার মধ্যে ছিলেন নামী স্ট্রাইকার লুই সুয়ারেজ, তারপর একে একে প্রায় সবাই কোভিড পজিটিভ হয়েছেন উরুগুয়ে দলের।
গত প্রায় আট মাস ধরে করোনাভাইরাস বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে। এর মধ্যে বহুদিন পুরো জীবনযাত্রাই অচল ছিল। তারপরে ধীরে ধীরে আর সবকিছুর মতোই ফুটবলও শুরু হয়েছিল।
ফুটবল দুনিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন অনেকেই। কিন্তু পুরো দলের মধ্যে সেই মারণ ভাইরাস সংক্রামিত হয়ে গিয়েছে, এমনটি দেখা যায়নি। এবার সেটাই হল উরুগুয়ে দলে।
শিবিরে একের পর এক করোনার হানা পড়ছে। সর্বশেষ সংযোজন দলটির অধিনায়ক দিয়েগো গডিন। দলের ষোড়শ সদস্য হিসেবে শুক্রবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তিনি। কাতার বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এসে উরুগুয়ে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা সবাই প্রায় করোনায় আক্রান্ত হয়েছেন।
২০২২ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে গিয়ে যথাযথ স্বাস্থ্য প্রোটোকল না মানায় উরুগুয়ে ফুটবল ফেডারেশনকে ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়।
গত সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ জেতার পর প্রথম দুঃসংবাদ পায় উরুগুয়ে। দলের প্রথম খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হন মাতিয়াস ভিনা। এরপর করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুই সুয়ারেজ। ফলে মঙ্গলবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। যে ম্যাচটিতে হেরেছে উরুগুয়ে।
এদিকে উরুগুয়ের স্বাস্থ্যমন্ত্রী ড্যানিয়েল সালিনাস টুইটারে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে নয়জন খেলোয়াড় একটি বারবিকিউ পার্টিতে একত্রিত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনই করোনা পজিটিভ হয়েছেন। সবমিলিয়ে আক্রান্ত ১৬ জন।
এদিকে, নিজেদের দেশে লিগের ম্যাচে, বিরল এক জয়ের দেখা পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে এক দশকেরও বেশি সময় ও টানা ২০ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয় দিয়েগো সিমোনোর দলের।
শনিবার রাতে ওয়ান্ডা মেট্রোপলিটিনোয় বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর্জেন্টাইন কোচ সিমোনের কোচিংয়ে লিগে কাতালান দলটির বিপক্ষে এটাই তাদের প্রথম জয়।
প্রথমার্ধের একেবারে শেষে টের স্টেগেন বোকার মত ভুল করে বসেন। জেরার্ড পিকের ভুলে বলটি তাঁর নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে দূর থেকে ফাঁকা জালে বল পাঠান ইয়ানিক কারাসকো।
অন্য ম্যাচে আবার রোনাল্ডো ঝলক। সিরি এ লিগে ম্যাচে ফিরেই ঝলসে উঠলেন রোনাল্ডো, জুভেন্টাস মহাতারকার জোড়া গোলে ক্যালিয়ারিকে ২-০ ব্যবধানে হারিয়েছে দলটি।
তুরিনে ঘরের মাঠে প্রথমার্ধেই ক্যালিয়ারির জালে দু’বার বল পাঠান পর্তুগিজ সুপারস্টার। চার মিনিটের জাদুই খেলার ব্যবধান নিশ্চিত করে দিয়েছে।
এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল টানা ৯ বারের চ্যাম্পিয়নরা। ৮ ম্যাচে জুভেন্টাসের সংগ্রহ ১৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।