
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ছাঁটাই ১১ কোচ
দ্য ওয়াল ব্যুরো : ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে চাকরি গেল ১১ জন ভারতীয় কোচের। তাদের ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিয়েছিল মূলত জুনিয়র ক্রিকেটার তুলে আনার জন্য। কিন্তু বর্তমান আর্থিক মন্দায় বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে এত কোচের প্রয়োজন নেই।
মোট ১১ জন কোচকে একবছরের চুক্তিতে নিয়োগ করে বোর্ড। যদিও সেইসময় বলে দেওয়া হয়েছিল প্রয়োজন না পড়লে তাদের চুক্তি পুনর্নিবকরণ করা হবে না। সেই হিসেবে ওই কোচদের বিসিসিআই ইমেল করে জানিয়ে দিয়েছে এখন আর কোচিংয়ের কাজ করতে হবে না। উল্লেখ্য, বছরে ৩০-৫৫ লাখ টাকা বেতন ছিল ওই কোচদের। একজন কোচ তার মধ্যে অবশ্য বলেছেন, ‘‘আমরা বোর্ডের ইমেল পেয়েছি, কিন্তু সিদ্ধান্তটা নিয়ে জানানোর কোনও মানে হয় না। আমাদের এভাবে না জানিয়ে সরিয়ে দেওয়া আমাদের সম্মানের পক্ষে জুতসই নয়। কারণ আমরা দেশের হয়ে একসময় খেলেছি, আমরা এমন সম্মান আশা করতেই পারি।’’
ভারতীয় দলের প্রাক্তন পাঁচ ক্রিকেটারের মধ্যে রয়েছেন হৃষিকেশ কানিতকর, স্পিনার রমেশ পাওয়ার, ওপেনার শিব সুন্দর দাস, নামী পেসার ১৯৯২ বিশ্বকাপ খেলা পেসার সুব্রত ব্যানার্জি এবং প্রাক্তন ব্যাটসম্যান সুজিত সোমসুন্দর।
এই প্রাক্তন ক্রিকেটারদের কোচ হিসেবে আর রাখা হচ্ছে না, সেটি ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। তিনি সেই প্রচারমাধ্যমের প্রতিনিধিদের বলেছেন, ‘‘আমি ওই কোচদের বিষয়ে সওয়াল করেছিলাম বোর্ডের কাছে, কিন্তু কোনও কাজ হয়নি। কারণ তার আগেই বিসিসিআই এমন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।’’ এমনকি এই বিষয়ে যে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি ও বোর্ড সচিব জয় শাহের সঙ্গে যোগাযোগ করা যায়নি, সেটিও ওই সংবাদমাধ্যম লিখেছে।
যদিও আচমকা কাজ হারানো এক ক্রিকেটার বলেছেন, ‘‘এরকম দুম করে আমাদের বলা হল তোমাদের আর কাজ করতে হবে না, এটি কখনই ঠিক নয়। কারণ সব দলই নতুন মরসুমের জন্য কোচ নিয়োগ করে ফেলেছে, তাই এখন দল পাওয়াও সমস্যা হবে।’’
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) গত মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে। তবে চলতি মাসের শুরুতে বলা হয়েছে, বিসিসিআই-র চুক্তিতে থাকা ক্রিকেটাররা চাইলে অ্যাকাডেমিতে গিয়ে অনুশীলন করতে পারবেন। গতবছরই এনসিএ-র মুখ্য কোচ ডিরেক্টর রাহুল দ্রাবিড়ের কথামতোই এই কোচদের নিয়োগ করা হয়। কিন্তু কোভিড পরিস্থিতির কথা বলে ওই কোচদের ছাঁটাইয়ের কাজও সম্পূর্ণ করল বোর্ড।