
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার সেট হয়ে উইকেট ছুড়ে দিয়ে এলেন রোহিত শর্মা। দেখে মনে হচ্ছিল বড় ইনিংস আসবে তাঁর ব্যাট থেকে। ঠিক তখনই এমন একটা শট খেললেন যা তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের থেকে আশা করা যায় না। অন্যদিকে বেশি রান পাননি আর এক ওপেনার শুবমান গিলও। দুই ওপেনার প্যাভিলিয়নে ফেরার পরে জুটি বাঁধার চেষ্টা করছেন অধিনায়ক অজিঙ্ক্যা রাহানে ও ডিপেন্ডেবল চেতেশ্বর পুজারা।
আগের দিন ২৭৪ থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার টিম পেইন ও ক্যামেরন গ্রিন। বেশ সাবলীল দেখাচ্ছিল তাঁদের। ভারতের জন্য খারাপ খবর, এদিনও মাঠে নামেননি নবদীপ সাইনি। ফলে চার বোলারে খেলতে হয় দলকে। অনভিজ্ঞ বোলিং আক্রমণের লাভ তোলার চেষ্টা করেন পেইন ও গ্রিন। তাঁদের মধ্যে ষষ্ঠ উইকেটে ৯৮ রানের পার্টনারশিপ হয়। হাফসেঞ্চুরি করেন অধিনায়ক পেইন। শেষ পর্যন্ত ৫০ রানের মাথায় তাঁকে আউট করে জুটি ভাঙেন শার্দুল ঠাকুর। তারপরেই ৪৭ রানের মাথায় ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন গ্রিনও।
যদিও তারপরেও অস্ট্রেলিয়ার চার বোলার মিলে আরও ৫৬ রান যোগ করেন দলের রানের সঙ্গে। আর তারফলেই ৩৫০ রান পার হয়। কামিংস রান না পেলেও বড় যোগদান দিলেন মিচেল স্টার্ক ও ন্যাথন লিওঁ। বেশ কিছু বড় শট খেলেন তাঁরা। লিওঁ ২৪ ও স্টার্ক ২০ করেন। হ্যাজলউড ১১ করে আউট হন। ভারতের হয়ে শার্দুল ঠাকুর, টি নটরাজন ও ওয়াশিংটন সুন্দর ৩টি করে ও মহম্মদ সিরাজ ১টি উইকেট নিয়েছেন।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এই প্রথম ব্যর্থ হল ভারতের এই ওপেনিং জুটি। ৭ রানের মাথায় কামিংসের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তরুণ শুবমান গিল। গিল আউট হলেও ভাল খেলছিলেন রোহিত। পুজারা একদিকে ধরে থাকলেও রোহিত বেশ সাবলীল ছিলেন। দলের সিংহভাগ রান আসছিল তাঁর ব্যাটেই। দেখে মনে হচ্ছিল বড় রান করবেন হিটম্যান। ঠিক তখনই ৪৪ রানের মাথায় ন্যাথন লিওঁর বলে ক্যাচ তুলে আউট হলেন রোহিত।

দুই ওপেনার আউট হওয়ার পরে খেলছেন অধিনায়ক রাহানে ও পুজারা। চায়ের বিরতি পর্যন্ত আর কোনও উইকেট পড়েনি। রোহিত আউট হওয়ার পরে রানও তেমন আসেনি। চায়ের বিরতি পর্যন্ত ২ উইকেটে ৬২ রান ভারতের। পুজারা ৮ ও রাহানে ২ করে খেলছেন।
চায়ের বিরতির সময় বৃষ্টি নামে গাব্বায়। ফলে আর খেলা শুরু করা যায়নি। ৬২ রানেই আজকের খেলা শেষ হয়ে যায়। এখনও ৩০৭ রানে পিছিয়ে ভারত। এখন দেখার তৃতীয় দিনের শুরুটা কেমন করে ভারত।