
এএফসি কাপ : এটিকে-মোহনবাগানের গ্রুপে রয়েছে বাংলাদেশ, মালদ্বীপের ক্লাব
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ পেল এএফসি চ্যাম্পিয়ন্স কাপের ক্রীড়াসূচী। বুধবার কুয়ালালামপুরে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ড্র আয়োজিত হয়েছে। ভারত থেকে এফসি গোয়া ও এটিকে-মোহনবাগান অংশ নেবে। এমনকি খেলতে পারে বেঙ্গালুরু এফসি।
ড্র অনুযায়ী, গ্রুপ ডি-তে এটিকে মোহনবাগান ছাড়াও রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। এছাড়া চতুর্থ স্থানে থাকবে প্লে-অফ থেকে যোগ্যতা অর্জনকারী দল। আর সেই দলটি সুনীলদের বেঙ্গালুরু হতে পারে।
গত আইএসএলে তিন নম্বরে থাকায় এএফসি কাপের প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে সুনীল ছেত্রীর দল। আগামী মে-জুন মাসে দক্ষিণ এশীয় জোনের প্রাথমিক পর্ব হবে, তার ভিত্তিতেই তারা খেলতে পারবে কিনা, সেটি নির্ভর করছে।
গ্রুপ যে সহজ হয়নি, বোঝাই যাচ্ছে। কেননা বাংলাদেশের ওই ক্লাবটিতে রয়েছেন বিদেশীরা, এমনকি মালদ্বীপের ক্লাবটিও ওই দেশের লিগে সেরা দল। তারা এর আগেও এএফসি লিগে খেলেছিল। তারা একেবারে অচেনা দল নয়।
গ্রুপ বিন্যাস করে ঠিক হয়েছে আগামী ২২-২৮ জুন হবে এশিয়ান দেশগুলোর গ্রুপ লিগের খেলা। ওই সময়েই এএফসি কাপে মাঠে নামবে এটিকে-মোহনবাগানও।
তার মধ্যে চলতি আইএসএলে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছে হাবাসের দল। তারা ছয় পয়েন্টে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র থেকে ব্যবধানে চলে গিয়েছে। তার মধ্যে এডু গার্সিয়ার চোট, তাঁকে আর পাওয়া যাবে না আইএসএলে, এমনটাই মনে করা হচ্ছে। এদিকে, মোহনবাগান দলে যোগ দিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার মার্সিলিনহো। তাঁকে নিয়ে রিলিজ করে দেওয়া হল ব্র্যাড ইনম্যানকে।