
লাঞ্চের আগেই অলআউট অস্ট্রেলিয়া, পেইন-গ্রিনের জুটিতে প্রথম ইনিংসে বড় রান
দ্য ওয়াল ব্যুরো: ৯৫ রানের বিনিময়ে ৫ উইকেট। এই হল দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলার হিসেব। অর্থাৎ দ্বিতীয় দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়া যোগ করল আরও ৯৫ রান। অন্যদিকে ভারতীয় বোলাররা লাঞ্চের আগেই শেষ করে দিলেন অজিদের প্রথম ইনিংস। যদিও টিম পেইন ও ক্যামেরন গ্রিনের জুটি এবং শেষদিকে ন্যাথন লিওঁ ও মিচেল স্টার্কের ক্যামিওতে ৩৬৯ রান তুলল অস্ট্রেলিয়া।
আগের দিন ২৭৪ থেকে এদিনের খেলা শুরু করেন পেইন ও গ্রিন। বেশ সাবলীল দেখাচ্ছিল তাঁদের। ভারতের জন্য খারাপ খবর, এদিনও মাঠে নামেননি নবদীপ সাইনি। ফলে চার বোলারে খেলতে হয় দলকে। অনভিজ্ঞ বোলিং আক্রমণের লাভ তোলার চেষ্টা করেন পেইন ও গ্রিন। তাঁদের মধ্যে ষষ্ঠ উইকেটে ৯৮ রানের পার্টনারশিপ হয়। হাফসেঞ্চুরি করেন অধিনায়ক পেইন। শেষ পর্যন্ত ৫০ রানের মাথায় তাঁকে আউট করে জুটি ভাঙেন শার্দুল ঠাকুর। তারপরেই ৪৭ রানের মাথায় ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন গ্রিনও।
যদিও তারপরেও অস্ট্রেলিয়ার চার বোলার মিলে আরও ৫৬ রান যোগ করেন দলের রানের সঙ্গে। আর তারফলেই ৩৫০ রান পার হয়। কামিংস রান না পেলেও বড় যোগদান দিলেন মিচেল স্টার্ক ও ন্যাথন লিওঁ। বেশ কিছু বড় শট খেলেন তাঁরা। লিওঁ ২৪ ও স্টার্ক ২০ করেন। হ্যাজলউড ১১ করে আউট হন। ভারতের হয়ে শার্দুল ঠাকুর, টি নটরাজন ও ওয়াশিংটন সুন্দর ৩টি করে ও মহম্মদ সিরাজ ১টি উইকেট নিয়েছেন।
অস্ট্রেলিয়া অলআউট হতেই লাঞ্চের বিরতিতে গিয়েছে দু’দল। এখন দেখার লাঞ্চের পরে খেলতে নেমে ভারতের তরফে কীরকম জবাব দেওয়া হয়।
