
ময়ঙ্ক-ঋষভকে খুইয়ে চাপে ভারত, গাব্বায় অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া
দ্য ওয়াল ব্যুরো: সুযোগ ছিল চেতেশ্বর পুজারা ও অজিঙ্ক্যা রাহানের। সুযোগ ছিল ময়ঙ্ক আগরওয়াল ও ঋষভ পন্থেরও। সবাই ভাল শুরু করেছিলেন। কিন্তু কেউই সেই শুরুটা কাজ লাগাতে পারলেন না। ভাল শুরু করেও আউট হলেন। আর তার ফলেই তৃতীয় দিনে চাপে ভারতীয় দল। এখনও অনেকটা এগিয়ে অস্ট্রেলিয়া। লড়াই করছেন ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর।
দ্বিতীয় দিনের শেষে বৃষ্টি হওয়ায় ৬২ রানেই খেলা বন্ধ হয়ে যায়। তৃতীয় দিনের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ভারতের। শুরুটাও ভাল করেছিলেন রাহানে-পুজারা। বল অনুযায়ী খেলছিলেন তাঁরা। আগের দিন বৃষ্টি হওয়ায় পিচে কিছুটা স্যাঁতস্যাঁতে ভাব বোলারদের সাহায্য করছিল। ২৫ রানের মাথায় হ্যাজলউডের বল পুজারার ব্যাটের কাণায় লেগে উইকেট কিপার টিম পেইনের দস্তানায় জমা পড়ে।
পুজারা আউট হতে নামেন ময়ঙ্ক। চলতি সিরিজে ওপেনার হিসেবে ব্যর্থ হওয়ার পরে নতুন ভূমিকায় সুযোগ পেয়েছেন ময়ঙ্ক। আর সেই সুযোগের শুরুটা ভালভাবে কাজ লাগিয়েছেন তিনি। রাহানের সঙ্গে ভাল পার্টনারশিপ গড়েন এই তরুণ। লাঞ্চের ঠিক আগেই মিচেল স্টার্কের বলে ৩৭ করে ফিরে যান অধিনায়ক রাহানেও।
লাঞ্চের বিরতির পরে ভারতীয় দলের রানকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল ময়ঙ্ক ও ঋষভের উপর। কিন্তু লাঞ্চের পরেই হ্যাজলউডের বলে ৩৮ রানের মাথায় আউট হন ময়ঙ্ক। বেশ কিছু বড় শট খেললেও বেশিক্ষণ টিকতে পারেননি পন্থও। ২৩ করে সেই হ্যাজলউডের বলেই আউট হন তিনি।
ভারতের টপ ও মিডল অর্ডার প্যাভিলিয়নে যাওয়ার পরে জুটি বেঁধেছেন এই টেস্টে অভিষেককারী ওয়াশিংটন সুন্দর ও নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা শার্দুল ঠাকুর। সুন্দরকে প্রথম ইনিংসে যথেষ্ট সাবলীল দেখাচ্ছে। অন্যদিকে লড়ছেন শার্দুলও। অবশ্য এখনও অস্ট্রেলিয়ার থেকে অনেকটা পিছিয়ে রয়েছে ভারত। এখন দেখার টেল এন্ডাররা দলের রানকে কোথায় নিয়ে যেতে পারে।