
ফিরমিনহোর পায়ে জিতল ব্রাজিল, মেসির গোল বাতিলে ড্র আর্জেন্টিনার
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জয়ের হ্যাটট্রিক করল ব্রাজিল। শনিবার ভারতীয় সময় ভোরবেলা ১-০ গোলে ভেনেজুয়েলাকে হারাল তারা। একমাত্র গোলদাতা রবের্তো ফিরমিনহো। অন্যদিকে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করল আর্জেন্টিনা। তবে মেসির গোল বাতিল না হলে ম্যাচ জিতত তারাও। ব্রাজিলিয়ান রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল আকাশি-সাদা বাহিনীকে।
ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ অবশ্য খুব একটা ভাল যায়নি ব্রাজিলের। সাও পাওলোতে ম্যাচের ৭ মিনিটের মাথায় রিচার্লিসন গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। হাফ টাইমের আগে ডগলাস লুইজ ফের জালে বল জড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তার আগেই গোলকিপারকে ফাউল করেন রিচার্লিসন। ফলে সেই গোল বাতিল হয়।
যদিও দ্বিতীয়ার্ধে তিনবারের বেলায় গোল পায় ব্রাজিল। ৬৭ মিনিটের মাথায় গোল করেন ব্রাজিল ও লিভারপুলের তারকা রবের্তো ফিরমিনহো। ভেনেজুয়েলার ডিফেন্সের দোষে বক্সের মধ্যে বল পান ফিরমিনহো। ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ভেনেজুয়েলার পক্ষে সেই গোল শোধ করা সম্ভব হয়নি।
এই জয়ের ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট হল ব্রাজিলের। ২০ ম্যাচ আগে ২০১৫ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চিলির কাছে ০-২ গোলে শেষবার হেরেছিল সাম্বার দেশ। তারপর থেকে টানা ২০ ম্যাচ অপরাজিত তারা। সেই রেকর্ডই চলছে।
অন্যদিকে লা বোম্বোনেরাতে প্যারাগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল মেসিদের। ম্যাচের প্রথমার্ধের আর্জেন্টিনাতে ক্লাব ফুটবল খেলা প্যারাগুয়ের রোমেরো দলকে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন। যদিও সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। লে সোলসোর কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান গঞ্জালেজ।
দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটের মাথায় লে সোলসোর থেকে বল পান মেসি। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন তিনি। কিন্তু সেই গোল বাতিল করেন ব্রাজিলিয়ান রেফারি। কারণ হিসেবে জানানো হয় সেই মুভটি শুরু হওয়ার সময় ফাউল করেছেন গঞ্জালেজ। যদিও এই সিদ্ধান্তের প্রতিবাদ করা হয় আর্জেন্টিনার তরফে। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় খেলা।
এই ম্যাচ ড্র হওয়ায় ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিলের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে মেসিদের আর্জেন্টিনা।