
জিভার সঙ্গে প্রথম বিজ্ঞাপনে ধোনি, বাবা-মেয়ে জমিয়ে দিলেন আসর
দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞাপনে এবার পিতা-কন্যা জুটি হিট। এই প্রথম বিজ্ঞাপনে এম এস ধোনির সঙ্গে তাঁর মেয়ে জিভাও। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মাত্র পাঁচ বছর বয়সেই রীতিমতো তারকা বনে গেছেন পাঁচ বছরের জিভা। ধোনির স্ত্রী সাক্ষি সোশ্যাল সাইটে বেশ নিয়মিত। এমনকি তাঁদের মেয়েকেও বেশ সচল হতে দেখা গিয়েছে টুইটার ও ইনস্টাগ্রামে।
ধোনিও মেয়ের অনেক ছবি ও ভিডিও পোস্ট করেন টুইটারে। বাবা-মা-র কারণেই জিভাও অনেকবেশি পরিচিত সকলের কাছেই। এবার শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, পাঁচ বছর বয়সী জিভা ধোনিকে দেখা যাবে টিভির পর্দায়ও। কেননা বাবার সঙ্গে প্রথমবার টিভি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন পাঁচ বছর বয়সী জিভা। দেশের একটি কুকিজ ব্র্যান্ডের প্রচারে বিজ্ঞাপন করেছেন বাবা-মেয়ে একসঙ্গে মিলে।
মাত্র পাঁচ বছর বয়সেই জিভার ইন্সটাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১৮ লাখের বেশি। এই বিস্কুটের বিজ্ঞাপনের পর যে তা আরও বাড়বে, সেটা বলাই যায়। টিভিতে প্রচারের আগে ইন্সটাগ্রামে আপলোড করা হয়েছে বিজ্ঞাপনের অংশবিশেষ। যেখানে জিভার অভিনয়ের প্রশংসাই সকলে বেশি করছে। এই পাঁচ বছরের মধ্যেই খুদে ক্যামেরার সামনে কতটা সাবলিল, সেটাই বলছে অধিকাংশই। সকলে বার্তাও লিখে জানিয়েছেন, বাবার মতোই সপ্রতিভ।
বিজ্ঞাপনের ভিডিও ক্লিপটিতে দেখা যায়, বাবা ধোনি ও মেয়ে জিভা মিলে প্রাতরাশের টেবিলে বসেছেন বিস্কুটের প্যাকেট নিয়ে। যেখানে তারা একটি করে বিস্কুট নিচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন নতুন কিছুর। যেমন, এখন থেকে ফোনের চেয়ে বেশি সময় জিভাকে দেবেন ধোনি। আবার জিভা বোলিং করবেন ধোনিকে। মায়ের জন্য দুজন মিলে তৈরি করবেন প্রাতরাশ।

আর সবশেষ বিস্কুট হাতে নিয়ে ভুবন ভোলানো এক হাসিতে জিভা বলেন, ‘‘এই বিস্কুটটি জিভার।’’ তখন হাসিতে ফেটে পড়েন ধোনি ও জিভা দু’জনেই।
বাবা-মেয়ের সম্পর্কের সুন্দর রসায়নটাই ফুটে উঠেছে বিজ্ঞাপনে। দারুণ জনপ্রিয় হয়েছে এটি। ভিডিও প্রকাশের আগে টিজার হিসেবে একটি ছবি আপলোড করেছিল বিস্কুট প্রস্তুতকারক সংস্থাটি। জিভা ও ধোনির সেই ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘‘দেখুন আমরা কাদের এনে হাজির করেছি। ২০২১ সাল আনন্দ করে কাটাতে অবশ্যই নজর রাখুন।’’