
ডোনার নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্টের ফলোয়ার্স ছাড়াল ৭৮ হাজার, অভিযোগ দায়ের লালবাজারে
দ্য ওয়াল ব্যুরো: সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেই অ্যাকাউন্টের ফলোয়ার্স ছাড়ায় প্রায় ৭৮ হাজার। বহুদিন ধরেই এমন চলছিল, কিন্তু খেয়াল করেননি ডোনা নিজেই। তাঁর এক ছাত্রী এই ব্যাপারে তাঁকে সজাগ করায় তিনি তারপর বিষয়টিতে নজর দেন।
বুধবারই দুপুরে ডোনা এই বিষয়টি লালবাজারের পুলিশ আধিকারিকদের জানিয়েছেন। পুলিশও পালটা বিবৃতি দিয়েছে, ‘‘আমরা অভিযোগ পাওয়া মাত্রই বিষয়টি খতিয়ে দেখেছি। সেখানে দেখা গিয়েছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করে যে প্রোফাইলটি খোলা হয়েছিল, সেটিকে চিহ্ণিত করা গিয়েছে। এমনকি প্রোফাইলটি লক করে দেওয়া হয়েছে।’’
ডোনার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তিনি নিজেই সেটি দেখেন। কিন্তু তাঁর নিজস্ব অ্যাকাউন্টের ফলোয়ার্স খুবই সীমিত। কিন্তু ভুয়ো প্রোফাইলের এই অ্যাকাউন্টের ফলোয়ার্স এত বেশি হওয়ায় খটকা লাগে ডোনার ছাত্রীর। তারপরেই তিনি বিষয়টি ম্যাডামকে জানান।
ডোনা এদিন সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘আমাকে আমার ছাত্রী ফেসবুক অ্যাকাউন্টটি দেখিয়েছে। সেখানে দেখলাম, আমার ও সৌরভের ছবি একাধিকবার ব্যবহার করা হয়েছে। সেই নিয়ে আমার কোনও আপত্তি নেই। কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে আমার নাম করে নানা অপ্রাসঙ্গিক মন্তব্য করা হয়েছে, যা বেশ আপত্তির। সেই কারণেই আমি পুলিশের দ্বারস্থ হয়েছি।’’
গতকাল সরস্বতী পুজোর দিনই ডোনা এই বিষয়টি নিয়ে কথা বলেন সৌরভের সঙ্গেও। তারপরেই ঠিক হয় ঘটনাটি পুলিশের কাছে জানানো হবে। কারণ ভুয়ো প্রোফাইল খুলে তাতে ছবি দেওয়া ও কিংবা নানা মন্তব্য করা গুরুতর অপরাধের মধ্যেই পড়ে। পুলিশ খুবই গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে বলে জানানো হয়েছে।