
স্টেইনম্যানের দুরন্ত জার্মান ফ্লিকে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল
দ্য ওয়াল ব্যুরো: আহা! কী অসাধারণ গোল। চোখ বুজলেও এমন গোল দেখা যাবে। এরকম গোল বুন্দেশলিগায় দেখা যায়, সেই গোলই দেখা গেল এই আসরে।
অঙ্কিতের থেকে নারায়ণ দাসের ক্রস থেকে স্টেইনম্যান যেভাবে জার্মান ফ্লিকে গোলটি করলেন, তাতে অবাক হতে হয়। কতটা রিফ্লেক্স থাকলে এরকম গোল করা যায়। পুরো বেঙ্গালুরু রক্ষণ দাঁড়িয়ে গেল, ভারতের সেরা গোলরক্ষক গুরপ্রিৎ অসহায়ের মতো তাকিয়ে থাকলেন, দেখা গেল বিদ্যুৎ গতিতে বল জালে জড়িয়ে গেল।
যত দিন যাচ্ছে, এই লাল হলুদ দলের বিদেশীদের ভাল করে চেনা যাচ্ছে। তাঁরা ক্রমে নিজেদের জাত চেনাচ্ছেন। ব্রাইট, মাঘোমাকে মার্কি করলেন বেঙ্গালুরু ডিফেন্ডার, আর ফাঁক দিয়ে আসল কাজটি সেরে দিলেন স্টেইনম্যান।
এছাড়া কিভাবে ম্যাচ এগিয়েছে তার সংক্ষিপ্তসার দেওয়া হল:
৪০’ ম্যাঘোমার জার্সি টেনে হলুদ কার্ড দেখলেন বেঙ্গালুরুর এরিক পারতালু
৩৩’ এরিক পারতালুর দূরপাল্লার দুরন্ত শট প্রতিহত করলেন দেবজিত
২৮’ ফের গোলের গন্ধ ইস্টবেঙ্গলে। ব্রাইটের ডিফেন্স চেরা থ্রু নাগাল পেলেন না হরমনপ্রীত। বিপদ এড়াল বেঙ্গালুরু ডিফেন্স
২৭’ অঙ্কিতের দুরন্ত ক্রস থেকে পায়ে বলে সংযোগ করতে ব্যর্থ নারায়ণ
২১’ ব্রাইটকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন দিমাস দেলগাডো
২০’ গোওওওল… মাত্তি স্টেইনম্যানের গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। নারায়ণের ক্রস থেকে দুরন্ত ফ্লিকে গোল জার্মান মিডফিল্ডারের
১৫’ পরাগের থ্রো-ইন থেকে ক্লেইটন সিলভার ড্রপ হেডার অল্পের জন্য বার উঁচিয়ে মাঠের বাইরে
১৪’ প্রতি-আক্রমণে ইস্টবেঙ্গল রক্ষনে হানা দিয়েছিল বেঙ্গালুরু। বিপদ রক্ষা করলেন নারায়ণ
৭’ নারায়ণের দাসের দূরপাল্লার শট রক্ষা করলেন বেঙ্গালুরু গোলরক্ষক গুরপ্রীত। ম্যাচের প্রথম কর্নার ইস্টবেঙ্গলের। কিন্তু কোনও বিপদ হল না
এস সি ইস্টবেঙ্গল : দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), ড্যানি ফক্স, স্কট নেভিল, রাজু গায়কোয়াড়, নারায়ণ দাস, অঙ্কিত মুখোপাধ্যায়, মিলন সিং, মাত্তি স্টেইনম্যান, জ্যাকুয়েস ম্যাঘোমা, ব্রাইট এনোবাখারে, হরমনপ্রীত সিং।
বেঙ্গালুরু এফসি: গুরপ্রিৎ সিং সান্ধু (গোলরক্ষক), পরাগ শ্রীবাস, রাহুল ভেকে, জুয়ানন, অজিত কুমার, সুরেশ ওয়াংজম, দিমাস দেলগাডো, এরিক পারতালু, উদান্ত সিং, ক্লেটন সিলভা, সুনীল ছেত্রী।