
লোবো, ডিকা, কোলাডোরা ছাঁটাই, ইস্টবেঙ্গলের দেশীয় দলে বহু নতুন মুখ
দ্য ওয়াল ব্যুরো : অনেকদিন ধরেই জল্পনা চলছিল লাল হলুদের নয়া দল কীরকম হবে। বিদেশীদের বিষয়ে প্রতিদিনই নতুন খবর আসছিল। কিন্তু দেশীয় ফুটবলারদের কোনও তালিকা প্রকাশ করা হয়নি। অবশেষে মঙ্গলবার বিকেলের দিকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ভারতীয় ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হয়েছে। মোট ২৪ জনের দল প্রকাশ করা হয়েছে।
শুধু তাই নয়, নতুন দল জানানোর পাশে কাদের এবার বাদ দিয়ে দেওয়া হল, তারও একটা তালিকা প্রকাশ্যে এসেছে। কোচ রবি ফাউলার এসেই জানিয়েছিলেন, তিনি নামের পিছনে ছুটবেন না। তাঁর চাই মাঠে ১১ জন ফিট তারকা এবং পুরো যে ৩১ জনের দল (২৪জন স্বদেশী ও সাতজন বিদেশী) সবসময় চাঙ্গা থাকবে।
সেই কথা মনে রেখেই লাল হলুদ কর্তাদের জানিয়ে দেওয়া হয়, মোট ১৫ জনের ছাঁটাই করা ফুটবলারদের নাম যেন বলে দেওয়া হয়। কারণ তারা নতুন দল খুঁজে নিতে পারবেন।
ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের সাত বিদেশীর নাম নির্বাচন হয়ে গিয়েছে। আর নতুন কোনও নাম আসবে না। পুরো দলই গোয়ায় আইএসএলের শিবিরে রয়েছে। তবে বিদেশীসহ দলের কোচ ও সাপোর্ট স্টাফরা রয়েছেন কোয়ারেন্টিন পর্বে। দুই সপ্তাহ শেষে তাঁরা মাঠে নামবেন।
ইস্টবেঙ্গলের এ মরসুমে ভারতীয় স্কোয়াড : গোলরক্ষক : শঙ্কর রায়, দেবজিৎ মজুমদার, মহঃ রফিক আলি সর্দার, মির্শাদ কোট্টাপুন্না।
ডিফেন্ডার : গুরতেজ সিং, নারায়ণ দাস, সামাদ আলি মল্লিক, লালরাম চুলোভা, মহঃ ইরশাদ, রেহন সিং, অভিষেক আম্বেড়কর, রানা ঘরামি।
মাঝমাঠ : শেহনাজ সিং, বিকাশ জাইরু, ইউগেনসন লিংডো, জুমনাম গোপী, আঙসুয়ানা, মহঃ রফিক, লোকেন মিতাই, সুচন্দ্র সিং।
ফরোয়ার্ড : জেজে ও বলবন্ত সিং।
বাদের তালিকায় যাঁরা : ওমিদ সিং, স্যান্টোস কোলাডো, মিলন সিং, গিরিক খোসলা, বিকাশ সাইনি, প্রকাশ সরকার, মনোজ মহম্মদ, ব্র্যান্ডন, সি কে ভিনিথ, রিনো আন্তো, নভিন গুরং, কেভিন লোবো, কিগান পেরেরা, লালরিনডিকা রালতে, বোয়েতাঙ হাউকিপ।