
দ্য ওয়াল ব্যুরো: নজিরবিহীনভাবে আজ শনিবার আইএসএলের ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিপক্ষেই খেলতে পারবেন ইস্টবেঙ্গলের অধিনায়ক তথা ডিফেন্ডার ড্যানি ফক্স।
শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ৫৬ মিনিটে ফক্সকে সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি এ রোয়ান। বলে নিশ্চিতভাবেই পা ছুঁইয়ে বল বের করে বিপক্ষের আলেকজান্ডার জেসুরাজের গায়ে পড়েছিলেন ফক্স।
রেফারির মনে হয়েছিল বিপজ্জনক ট্যাকল এবং সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল। ম্যাচের বাকি ৩৪ মিনিট এবং অতিরিক্ত আট মিনিট দশজনে খেলতে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। ক্ষুব্ধ এসসি ইস্টবেঙ্গল কর্তারা চিঠি দিয়েছিলেন এআইএফএফ-কে, জানিয়েছিলেন তাঁদের ক্ষোভের কথা। প্রায় প্রতি ম্যাচেই রেফারিদের সিদ্ধান্ত বিপক্ষে যাচ্ছিল বলে অভিযোগ জানানো হয়েছিল সরাসরি। ফক্সের নির্বাসন তুলে নিয়ে সেই ক্ষোভে খানিকটা মলম লাগাল সর্বভারতীয় ফুটবল সংস্থা।
যদিও কারা নির্বাসন তুলে নিল, সেটি পরিষ্কার নয়। বলা হচ্ছে এআইএফএফ-র প্যানেল তুলল, আবার জানানো হচ্ছে এফএসডিএল-র প্যানেল তুলে নিয়েছে, এই ব্যাপারে টেকনিক্যাল কমিটির সদস্য জানিয়েছেন, ‘‘ইস্টবেঙ্গল থেকে চিঠি দেওয়া হয়েছিল, তার বিচারেই তুলে নেওয়া হয়েছে। কারা তুলল, সেটি জানার দরকার নেই!’’
দশজনেই ৭৯ মিনিটে ব্রাইট এনোবাখারের এখনও পর্যন্ত আইএসএল-এর সপ্তম প্রতিযোগিতার সেরা গোলে এগিয়ে গিয়েও দু-মিনিটের মধ্যেই গোল খেয়ে একটি পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। এখন প্রমাণিত যে, ফক্সকে লাল কার্ড দেখানো ভুল হয়েছিল। কিন্তু ম্যাচের ফল তো তাতে আর পাল্টাবে না! রেফারি রোয়ান সেই দিন কোচ রবি ফাওলারকেও হলুদ কার্ড দেখিয়েছিলেন, যে কারণে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ম্যাচে বেঞ্চে থাকতে পারবেন না ফাওলার। সেই সিদ্ধান্ত অবশ্য বহাল রয়েছে।
রেফারি রোয়ানকে সর্বভারতীয় ফুটবল সংস্থা নাকি এই মরসুমে আর কোনও ম্যাচে বাঁশিমুখে থাকার সুযোগ দেবে না। অলিখিত নির্বাসনে গিয়েছেন রোয়ান। এমন ভারতীয় ফুটবলে হয়নি আগে। ফুটবলারের শাস্তি তুলে দিয়ে রেফারিকেই শাস্তি দেওয়া হয়েছে, তাও হল এবারের আইএসএলের আসরে।