
বিরাট স্পেশ্যাল প্লেয়ার, ও না থাকায় সমস্যা হবে ভারতের: প্রাক্তন অজি অধিনায়ক
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া সফরে ডনের দেশে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। একদিনের সিরিজ ও টি ২০ সিরিজ খেললেও টেস্ট সিরিজে পুরোটা খেলবেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন তিনি। স্ত্রী অনুষ্কার জানুয়ারিতে সন্তানের জন্ম দেওয়ার কথা। সেই সময় স্ত্রীর পাশে থাকতে চান তিনি। কিন্তু বিরাট না থাকায় ভারতের সমস্যা হবে, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জন বুকানন।
২০১৪-১৫ অস্ট্রেলিয়া সফরে ৬৯২ রান করেছিলেন বিরাট। ওই এক সফরেই ব্যাটসম্যান হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। ২০১৮-১৯ সফরে ব্যাট হাতে ২৮২ রান করেন তিনি। রান কম করলেও অধিনায়ক হিসেবে ভাল প্রভাব ফেলেছিলেন তিনি। আর তাই বিরাটের দলে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বুকানন।
এক ক্রীড়ামাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কোচ বলেন, “বিরাট রান করুক বা না করুক, ওর দলে থাকা খুবই গুরুত্ত্বপূর্ণ। আমরা যদি ২০১৯ সালের কথা দেখি তাহলে দেখব ব্যাট হাতে পূজারা ওই সিরিজের স্টার ছিল। কোহলি ও রাহানে ব্যাট হাতে সামান্য অবদান রেখেছিল। কিন্তু কোহলির আসল অবদান ছিল অধিনায়কত্ব। তিনি শুধুমাত্র ম্যাচ জেতেনি, কীভাবে অন্য দলকে হারাতে হয় তার উপায়ও খুঁজে বের করেছে।”
এই মুহূর্তে করোনা সংক্রমণের ফলে ক্রিকেটারদের এক জৈব বলয়ের মধ্যে থাকতে হচ্ছে। তার প্রভাব ক্রিকেটারদের মানসিকতার উপর পড়ছে বলেই জানিয়েছিলেন কোহলি। আইপিএল চলাকালীনই এই মন্তব্য করেন তিনি। আর ঠিক এই কারণেই বিরাটকে দলের দরকার বলে মন্তব্য করেন বুকানন।
প্রাক্তন অজি কোচ বলেন, “এর মধ্যে খুব বেশি টেস্ট খেলা হয়নি। অন্তত ২ মাসের জন্য সবাই জৈব বলয়ের মধ্যে থাকবে। আমার মনে হয় কোহলি খুব পজিটিভ মানসিকতার। ওর এই এনার্জি মাঠের মধ্যে সবার মধ্যে ছড়িয়ে যায়। তাই ওর বদলে রাহানে হয়তো ভাল নেতৃত্ব দেবে কিন্তু বিরাটের মধ্যে কিছু স্পেশ্যাল রয়েছে। তাই শুধু মাঠের মধ্যে নয়, মাঠের বাইরেও ওকে দরকার। কারণ এটা খুব লম্বা সফর।”
১৭ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শুরু হবে। গত সফরে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। ইতিহাস তৈরি করেছিলেন কোহলিরা। ট্রফি ধরে রাখতে চাইবেন তাঁরা। অন্যদিকে ট্রফি ফের দখল করতে চাইবে অস্ট্রেলিয়া। এবার অনেক বেশি শক্তিশালী দল তাদের। এখন দেখার বিরাট ছাড়া বাকি টেস্টগুলিতে ভারত কেমন পারফর্ম করে।