
রবিবার বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনেও পদপ্রার্থীদের ‘সোনার ঘুঁটি’ লিওনেল মেসি
দ্য ওয়াল ব্যুরো: বার্সেলোনার ৪১তম প্রেসিডেন্সিয়াল নির্বাচন কাল রবিবার মহাসমারোহে হবে। যেখানে সভাপতির পদ পাওয়ার জন্য লড়বেন তিনজন প্রার্থী, ভিক্টর ফন্ট, টনি ফ্রেইক্সা এবং হুয়ান লাপোর্তা।
আসন্ন এই নির্বাচনে যেই জয়ী হোক না কেন, তাঁর সামনে বড় চ্যালেঞ্জ থাকবে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ক্লাবে রাখা। কারণ মেসি সামনের মরশুমে চলে যাবেন সেটি কর্তাদের একপ্রকার জানানো।
নির্বাচনের ঠিক আগে এ বিষয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী লাপোর্তা। তাঁর মতে, মেসি তখনই বার্সেলোনায় থাকবেন, যদি তিনি (লাপোর্তা) এই নির্বাচনে যেতেন। অন্যথায় মেসিকে রাখা যাবে না বলেই সাবধান করেছেন লাপোর্তা।
তিন পদপ্রার্থীদের মধ্যে আয়োজিত প্রেসিডেন্সিয়াল ডিবেটে লাপোর্তা বলেছেন, ‘‘আমি নিশ্চিত, যদি অন্য কেউ নির্বাচনে যেতে তাহলে মেসি আর ক্লাবে থাকবে না। মেসির সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। যেখানে শ্রদ্ধার মাত্রাটা অনেক বেশি।’’
তিনি আরও যোগ করেন, ‘ক্লাবের বর্তমান পরিস্থিতি মাথায় রেখেই মেসিকে সামঞ্জস্যপূর্ণ একটা প্রস্তাব দেব আমরা। অর্থনৈতিক দিক থেকে আমরা হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। তবে মেসি আবার অর্থের পেছনেও ছোটে না। লিও সর্বোচ্চ পর্যায়ে থেকেই কেরিয়ার শেষ করতে চায়।’’
২০০৫ সালে মেসি যখন প্রথমবার বার্সেলোনার হয়ে খেলা শুরু করেন, তখন ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন লাপোর্তা। মূলত এ কারণেই বিশ্বসেরা এ খেলোয়াড়ের সঙ্গে থাকা ব্যক্তিগত সম্পর্কের দিকে বাড়তি জোর দিচ্ছেন তিনি। অবশ্য একই আশা ব্যক্ত করেছেন অন্য দুই প্রার্থীও।