
বিরাটকে কুর্নিশ গম্ভীরের, ভারত অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ওপেনার
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির বোধহয় সবথেকে বড় সমালোচক তিনি। ব্যাটসম্যান বিরাটের প্রশংসা করলেও অধিনায়ক বিরাটকে কোনও দিনও তেমন নম্বর দেননি ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। কিন্তু সম্প্রতি বিরাটকে কুর্নিশ জানিয়েছেন গম্ভীর। অবশ্য সেটা তাঁর ব্যাটিংয়ের জন্যই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে চলাকালীন বিশ্ব ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান পূর্ণ করেছেন বিরাট। ভেঙেছেন শচীনের রেকর্ড। সেই কারণেই বিরাটের এত প্রশংসা করেছেন গম্ভীর।
মাত্র ২৪২ ইনিংসে ১২ হাজার রান করেছেন বিরাট। তাঁর আগে এই রেকর্ড ছিল মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরের দখলে। তিনি ৩০০ ইনিংসে এই রান করেছিলেন। অর্থাৎ শচীনের থেকে ৫৮ ইনিংস কম খেলেই এই রেকর্ড করেছেন কোহলি। এই প্রসঙ্গেই গম্ভীরের বক্তব্য, দেশের জন্য কিছু করার যে তৃপ্তি সেই থেকেই বারবার এই পারফরম্যান্স করেন বিরাট।
সম্প্রতি স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন গোতি। তিনি বলেন, “আপনি নিজের ইচ্ছেমতো যা কিছু করতে পারেন, কিন্তু সেরা অনুভূতি তখনই হয় যখন আপনি শেষ রানটা করে নিজের হোটেল রুমে ফিরে আসেন। আপনি তখন এতটাই তৃপ্ত থাকেন কারণ আপনি দেশের জন্য কিছু করেছেন, যে কাজের জন্য গিয়েছিলেন সেটা করেছেন। তাই সম্ভবত এই সব মিলেই আজ বিরাট এত বড় মানের ক্রিকেটার হয়েছেন। তিনি ২০ হাজারের উপর রান করেছেন। এত সেঞ্চুরি করেছেন। ওঁকে কুর্নিশ।”
ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে ৬৩ রান করেন বিরাট। যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ যথেষ্ট সাবলীল দেখাচ্ছিল তাঁকে। মনে হচ্ছিল ২০২০ সালে একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা হয়তো পাবেন তিনি। কিন্তু জশ হ্যাজলউডের বলে আউট হয়ে যান তিনি। যদিও তারপরে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা মিলে ভারতের রানকে ৩০০-র পারে নিয়ে যান। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৩ রানে ম্যাচ জিতে সিরিজ ২-১ ব্যবধানে হারে ভারত।
শুক্রবার থেকে শুরু টি ২০ সিরিজ। এখন দেখার ওয়ান ডে-র ব্যর্থতা ভুলে টি ২০-তে ভারত ফিরে আসতে পারে কিনা। তার আগেই অবশ্য দিল্লিওয়ালা বিরাটকে প্রশংসায় ভরিয়ে দিলেন আর এক দিল্লিওয়ালা গম্ভীর।