
সিরাজকে গালাগাল স্টোকসের, প্রতিবাদে এগিয়ে এলেন বিরাট
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া সফরে গিয়ে বারবার বর্ণবিদ্বেষমূলক মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। কিন্তু চুপ করে না শুনে প্রতিবাদ করেছেন তিনি। এমনকি তাঁর প্রতিবাদের পরে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ফের একবার হেনস্থার শিকার হলেন ভারতের পেস বোলার মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস তাঁকে গালাগাল দিয়েছেন বলে অভিযোগ সিরাজের। তাঁর হয়ে কথা বলতে এগিয়ে এসেছেন দলের অধিনায়ক বিরাট কোহলি। স্টোকসের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিরাটকে।
চতুর্থ টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে দেখা যায় বল করার পরে সিরাজকে উদ্দেশ করে কিছু একটা বলছেন স্টোকস। তারপরেই দেখা যায় কোহলিকে কিছু একটা বলেন সিরাজ। কোহলি এগিয়ে এসে স্টোকসের সঙ্গে কথা বলতে থাকেন। অনেকক্ষণ ধরে তাঁদের কথা চলে। মাঝে আম্পায়ারদের এসে তাঁদের সরিয়ে নিয়ে যেতে হয়।
ম্যাচ শেষ সিরাজকে প্রশ্ন করা হয় কী হয়েছিল। তার জবাবে তিনি বলেন, “স্টোকস আমাকে গালাগাল দিয়েছিল। আমি বিরাটকে গিয়ে সেটা জানাই।”
ম্যাচের পরে অবশ্য ভারতীয় দলের তরফে ম্যাচ রেফারি বা কারও কাছে কোনও অভিযোগ করা হয়নি। হতে পারে টেস্ট শেষ হওয়ার পরে অভিযোগ করা হবে। অস্ট্রেলিয়ায় ভারতীয় দল লিখিত অভিযোগ দায়ের করে। সিরাজকে যে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছিল তা স্বীকারও করে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
মোতেরায় চতুর্থ টেস্টের উপর নির্ভর করছে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোন দল খেলবে। এই টেস্ট ড্র হলে বা ভারত জিতলে বিরাটরা ফাইনাল খেলবেন। আর এই টেস্টে ইংল্যান্ড জিতলে অস্ট্রেলিয়া পৌঁছে যাবে ফাইনালে।
প্রথম ইনিংসে অবশ্য ইংল্যান্ডকে ২০৫ রানে অলআউট করে দিয়েছে ভারত। আর এই বোলিং পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ যোগদান দিয়েছেন সিরাজ। ইংল্যান্ডের অধিনায়ক তথা দলের সেরা ব্যাটসম্যান জো রুটকে আউট করেন তিনি। তারপরে সেট হওয়া বেয়ারস্টকেও ফেরান তিনি। ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন সিরাজ। যদিও খেলার মধ্যেই হেনস্থা হতে হল তাঁকে। আর তার প্রতিবাদে এগিয়ে এলেন ভারত অধিনায়ক।