
শুরুতেই পিছিয়ে পড়ল মোহনবাগান, লাল কার্ড খেয়েও গোল হায়দরাবাদের
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে নিজেদের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ল এটিকে মোহনবাগান। ৮ মিনিটেই বিপক্ষের জালে বল জড়িয়ে দিলেন হায়দরাবাদ এফসির স্ট্রাইকার আরিদানে সান্তানা।
এদিন ম্যাচের শুরু থেকে দু’দলই আক্রমণাত্মক শুরু করে। ম্যাচের চার মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে যান বাগানের স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস। বল নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি। বাধ্য হয়ে তাঁকে ফাউল করেন চিংলেন সানা। সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
লাল কার্ডের পরে মনে হয়েছিল ম্যাচে দাপট দেখাবে সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু ৭ মিনিটের মাথায় প্রীতম কোটালের ব্যাক পাস বুঝতে না পেরে ভুল করেন তিরি। বাগান বক্সে বল পান সান্তানা। তাঁর নিরীহ শট বাগান গোলকিপার অরিন্দম ও ডিফেন্ডারদের বোকা বানিয়ে ঢুকে যায় জালে। ম্যাচে এগিয়ে যান নিজামের দল।
পিছিয়ে গেলেও এখনও ফিরে আসার সুযোগ রয়েছে মোহনবাগানের কাছে। কারণ প্রায় গোটা ম্যাচেই ১০ জনে খেলতে হবে হায়দরাবাদকে। যদিও চলতি আইএসএলে প্রথমে গোল খেয়ে খুব কম ম্যাচেই ফিরতে পেরেছেন রয় কৃষ্ণারা। এখন দেখার বাগান ম্যাচে ফিরতে পারে কিনা।