
সামনের বছর কি ১০ দলের আইপিএল! টিমে ৫ বিদেশি খেলানোর কথা ভাবছে বোর্ড
দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে সফলভাবে আইপিএল আয়োজন করেছে বিসিসিআই। সামনের বছর ভারতেই হবে এই টুর্নামেন্ট। আর তার আগে নিলামে আসতে পারে বেশ কিছু বদল। বিসিসিআই চাইছে ৮ দলের জায়গায় ১০ দলের টুর্নামেন্ট করা। তেমনটা হলে দলে বেশি বিদেশি খেলানোর কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে বোর্ড সূত্রে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সামনের বছর টুর্নামেন্টের উন্মাদনা আরও বাড়ানোর জন্য দলের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে বিসিসিআই। তেমন হলে সামনের বছর নিলামের আগেই আরও দুটি টিমের ঘোষণা হবে। আর তাই যদি হয় তাহলে নিলামে আরও বেশি ক্রিকেটার বিক্রি হবে। কিন্তু দলের গুণগত মান কেমন হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।
বোর্ডের এক কর্তা জানিয়েছেন, আমরা আইপিএলে দেখি প্রতিটা দলেই ৭ থেকে ৮ জন নিয়মিত সদস্য থাকেন। বাকি ৩-৪ জনকেই বদল করা হয়। দলের সঠিক ভারসাম্য পেতে এটা করা হয়। কিন্তু দলের সংখ্যা যদি ৮ থেকে বেড়ে ১০ হয়, তাহলে ভারতীয় প্লেয়াররা আরও ভাগ হয়ে যাবে। এই মুহূর্তে প্রতিটি দলে ৭ জন করে ভারতীয় ও ৪ জন বিদেশি খেলেন। দলের সংখ্যা বাড়লে ভারতীয় প্লেয়ার আরও ভাগ হলে তাঁদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে।
ওই কর্তা জানিয়েছেন, এই সমস্যার সমাধানের জন্য বোর্ডের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে দলে বিদেশির সংখ্যা বাড়ানোর। এই মুহূর্তে প্রতিটা দল ৮ জন বিদেশি কিনতে পারে ও সর্বোচ্চ ৪ জনকে খেলাতে পারে। তার জন্য অনেক ভাল বিদেশি ক্রিকেটারকে বসে থাকতে হয়। কিন্তু সামনের বছর থেকে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৫ জন করলে দলেরও সুবিধা। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেটার ভাগ হয়ে গেলেও কোনও সমস্যা হবে না।
কিন্তু এই প্রস্তাবের বিরোধিতা করেছে বোর্ডের একটা অংশ। তাদের দাবি, আইপিএল হল ভারতীয় ক্রিকেটারদের উঠে আসার মঞ্চ। আইপিএলের হাত ধরেই বুমরাহ, চাহাল, হার্দিক পান্ডিয়াদের মতো ক্রিকেটাররা জাতীয় দলে খেলছে। এবারও অনেকে নিজের প্রতিভা দেখিয়েছেন। আরও বেশি ভারতীয় ক্রিকেটার তুলে আনতে গেলে তাঁদের বেশি সুযোগ দিতে হবে। তাই দল বাড়লে তো আরও বেশি ভারতীয়রা সুযোগ পাবেন। সেটা দেশের ক্রিকেটের পক্ষেই ভাল হবে। তাই বিদেশি ক্রিকেটার বাড়ানোর বিরোধিতা করেছে তারা।